লালসবুজ২৪.কম
হিলি দিয়ে রেকর্ড পরিমাণ ভারতীয় চাল আমদানি, কমছে দাম

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ০৪:১০ পিএম

হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে রেকর্ড পরিমাণ চাল আমদানি হয়েছে। বুধবার (২৮ আগস্ট) একদিনেই আমদানি হয় ৫ হাজার ৬৫০ মেট্রিক টন চাল।

আমদানি বাড়ার সাথে সাথে প্রতি কেজি চালের দাম কমেছে ৩ থেকে ৪ টাকা। হিলি বন্দরের পাইকারী বাজারে প্রতি কেজি শম্পা চাল বিক্রি হচ্ছে ৬৭ থেকে ৬৮ টাকায়। মিনিকেট বিক্রি হচ্ছে ৬২ টাকা এবং মোটা জাতের স্বর্ণা চাল বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫১ টাকা কেজি দরে।

একদিকে আমদানি বেশি অন্য দিকে দাম তুলনামূলক কম থাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকারী ক্রেতারা আসছেন এই বন্দরে। বেচা-কেনা ভালো হওয়ায় খুশি ক্রেতা বিক্রেতারা। মোটা জাতের চালের আমদানি তুলনামূলক কম হলেও সবচেয়ে বেশি আমদানি হচ্ছে সরু জাতের চাল।

লালসবুজ২৪.কম
ইমেইল: info@lalsobuj24.com