লালসবুজ ডেস্ক
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:৪৭ পিএম
সরবরাহ কমার অজুহাতে দিনাজপুরের হিলিতে তিনদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ৫০ টাকা বেড়েছে। তিনদিন আগেও প্রতি কেজি পেঁয়াজ ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হলেও, এখন তা বেড়ে বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা কেজি দরে। আর নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ টাকা দরে।
চাহিদার তুলনায় সরবরাহ না থাকায় পেঁয়াজের দাম বাড়ছে বলে জানিয়েছে্ হিলি বাজারের পেঁয়াজ ব্যবসায়ীরা। দেশীয় পেঁয়াজের মৌসুম শেষের দিকে হওয়ায় সরবরাহ কমে গেছে।
তিনদিন আগেও মোকামে প্রতি মন পেঁয়াজ ৩ হাজার ২০০ থেকে ৩ হাজার ৩০০ টাকায় বিক্রি হয়েছে সেটি এখন বিক্রি হচ্ছে ৪ হাজার ২০০ থেকে ৪ হাজার ৩০০ টাকায়। মণ প্রতি ১ হাজার টাকা বেড়ে যাওয়ায় বাড়তি দামে পেঁয়াজ কিনতে হচ্ছে ।একারণে বাড়ছে দাম।
নতুন মুড়িকাটা পেঁয়াজ বাজারে উঠতে শুরু করলেও চাহিদার তুলনায় সরবরাহ কম। তাই দামও বেশী। তবে আমদানি শুরু হলে দাম কমে আসবে বলে মনে করেন ক্রেতা বিক্রেতার।