লালসবুজ২৪.কম
মোবাইল ফোনের দাম বেশি হওয়া চলবে না: আমীর খসরু

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:১৬ পিএম

মোবাইল ফোন সেটের দাম বেশি হওয়া চলবে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। টেলিকম বিষয়ক সেমিনারে তিনি বলেছেন, রাজস্ব কাঠামো পর্যালোচনা করা প্রয়োজন, যাতে করে ভোক্তা পর্যায়ে সুফল মেলে।

আমীর খসরু বলেন, এনইআইআরসহ সব ধরনের টেলিকম পলিসি পর্যালোচনা করা হবে। দেশের স্বার্থবিরোধী কোনো ধারা থাকবে না। পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বের হয়ে আসার পরামর্শ দেন তিনি।

এদিকে, বাজারে প্রতিযোগিতা তৈরির লক্ষ্যে দেশে উৎপাদন হয়—এমন মডেলগুলোও আমদানির সুযোগ রাখার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। অভিযোগ করেন, এনইআইআর পদ্ধতিতে ডিভাইসের উপর নজরদারি বাড়বে। স্টক শেষ করা পর্যন্ত অর্থাৎ আগামী ছয় মাস এনইআইআর কার্যকর না করার দাবি জানান ব্যবসায়ীরা।

তারা বলেন, নতুন এই পদ্ধতি চালুর আগে ব্যবসায়ীদের কাছে মজুদকৃত হ্যান্ডসেট বৈধতা দেওয়া প্রয়োজন। বলেন, ট্যাক্স-ভ্যাটের হার কমিয়ে আনা প্রয়োজন, যাতে করে মোবাইল সেট সহজলভ্য হয়।

লালসবুজ২৪.কম
ইমেইল: info@lalsobuj24.com