লালসবুজ২৪.কম
ভারত-মিয়ানমার থেকে এলো ৩৭ হাজার মেট্রিক টন চাল

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ০৩:১২ এএম

ভারত ও মিয়ানমার থেকে আমদানি করা ৩৭ হাজার মেট্রিক টন চাল চট্টগ্রামে পৌঁছেছে। বুধবার (২৯ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, জি-টু-জি ভিত্তিতে মিয়ানমার থেকে ২২ হাজার মেট্রিক টন আতপচাল নিয়ে ‘এমভি এটিএন ভিক্টরি’ এবং উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানি করা ১৫ হাজার মেট্রিক টন সেদ্ধ চাল নিয়ে ‘এমভি বিএমসি পেন্ডোরা’ জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। প্রতিবেশী দেশদুটি থেকে আমদানি করা এসব চাল জাহাজ থেকে দ্রুত খালাসে ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

লালসবুজ২৪.কম
ইমেইল: info@lalsobuj24.com