লালসবুজ২৪.কম
এসএসসি ও সমমানের ফলাফল প্রকাশ, পাশের হার ৬৮.৪৫ শতাংশ

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ০২:২১ পিএম

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। এবারে পাশের হার ৬৮ দশমিক চার পাঁচ শতাংশ।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর দুইটার দিকে ফলাফল প্রকাশ করা হয়।

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় ১৯ লাখ চার হাজার ৮৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১৩ লাখ তিন হাজার ৪২৬ জন পাশ করেছেন। এর মধ্যে জিপিএ- ৫ পেয়েছে এক লাখ ৩৯ হাজার ৩২ জন।

জিপিএ-৫ পাওয়াতে এগিয়ে মেয়েরা। ৭৩ হাজার ৬১৬ জন ছাত্রী জিপিএ- ৫ পেয়েছে। আর ৬৫ হাজার ৪১৬ জন ছাত্র জিপিএ- ৫ পেয়েছে।

লালসবুজ২৪.কম
ইমেইল: info@lalsobuj24.com