লালসবুজ ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৬ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদের ভোট গণনার কাজ এখনো চলমান রয়েছে। ইতোমধ্যে ১৮টি হলের ফলাফল গণনা প্রায় শেষের পথে, বাকি রয়েছে মাত্র ৩টি হলের ভোট।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক খো. লুৎফুল এলাহী সাংবাদিকদের জানান, “বর্তমানে তিনটি হলে ভোট গণনা চলছে। এই তিনটি হলের কাজ শেষ হলে, পরে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হবে। ফলাফল একসঙ্গেই প্রকাশ করা হবে—হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদ, উভয়ের।”
এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে রাত ১০টার পর সিনেট ভবনে শুরু হয় গণনার কার্যক্রম। ব্যালট বাক্সগুলো ভোটকেন্দ্র থেকে এনে রাখা হয় সিনেট ভবনে, যেখানে প্রার্থীদের পোলিং এজেন্টদের উপস্থিতিতে গণনা চলছে।
বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে দীর্ঘদিন পর অনুষ্ঠিত হওয়া এ নির্বাচনে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। এখন সবার চোখ ফলাফলের দিকেই।