লালসবুজ২৪.কম
ছেলের জন্মের পর কেন নিজের স্বর্ণের গয়না বিক্রি করেছিলেন অপু বিশ্বাস

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ০৪:৩৫ পিএম

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। একসময়ের ব্যস্ত এই অভিনেত্রী এখন সিনেমা কমিয়ে নিজের সন্তান ও ব্যবসা নিয়েই ব্যস্ত বেশি। সিনেমা কমে গেলেও অভিনেত্রীকে নিয়ে তার ভক্তদের আগ্রহের শেষ নেই। তাই তার ব্যক্তিজীবন নিয়ে কম আলোচনা হয় না। এবার ফের আলোচনায় এই নায়িকা।

সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, একসময় তিনি অর্থকষ্টের কারণে নিজের স্বর্ণের গয়না বিক্রি করতে বাধ্য হয়েছিলেন। অপুর কথায়, ২০১৭ সালে আমার ছেলে আব্রাম খান জয়ের জন্মের পর আমি দেশে ফিরি। তখন হাতে একেবারেই কোনো টাকা ছিল না, ব্যাংক তো দূরের কথা। সেই সময় বুঝেছি, যারা অর্থের অভাবের মধ্যে থাকে তারা প্রতিদিন কেমন হিসেব করে চলতে হয়। আমি তখন থেকেই মিতব্যয়ী হয়েছি।

অপু জানান, তার স্বর্ণের গয়না খুব প্রিয় ছিল এবং নিয়মিত সিনেমা করার সময় তিনি দেশে ও বিদেশে পছন্দের গয়না কিনে নিতেন। কিন্তু কঠিন সময়ের মুখে সেই গয়নাগুলোই তার জন্য উদ্ধারকর্তা হয়ে উঠেছিল। অপু বলেন, ওই সময়ে আমি অনেকগুলো স্বর্ণের গয়না বিক্রি করে পরিস্থিতি সামাল দিনে পেরেছিলাম। এরপর ধীরে ধীরে নিজের ব্যবসা ও অন্যান্য কার্যক্রমের মাধ্যমে নিজেকে গুছিয়ে নেয়ার চেষ্টা করেছি।

অপু তার অভিনয় নিয়ে দর্শকের মন জয় করেছিলেন। ২০০৫ সালে ‘কাল সকাল’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটে তার। তবে আলোচনায় আসেন ২০০৬ সালে শাকিব খানের বিপরীতে ‘কোটি টাকার কাবিন’ সিনেমার মাধ্যমে। এরপর থেকে তারা একসঙ্গে একাধিক ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেছেন। আর সেখান থেকেই তাদের প্রেম ও বিয়ে এবং সন্তান।

লালসবুজ২৪.কম
ইমেইল: info@lalsobuj24.com