লালসবুজ২৪.কম
আরিজিৎ সিংয়ের সঙ্গে বিরোধ নিয়ে অবশেষে মুখ খুললেন সালমান খান

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ০৩:২০ পিএম

সালমান খান ও আরিজিৎ সিংয়ের মাঝে দ্বন্দ্ব নিয়ে কম আলোচনা হয়নি, আবশেশে ভুল বোঝাবুঝির গল্প শেষ হলো। প্রায় নয় বছর পর, জনপ্রিয় গায়ক আরিজিৎ সিংয়ের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন সালমান খান।

ইয়নের প্রতিবেদনে জানা যায়, সাম্প্রতিক বিগ বস ১৯-এর ‘উইকেন্ড কা ভার’ পর্বে এই প্রসঙ্গ উঠে আসে। অনুষ্ঠানে কৌতুকশিল্পী রবি গুপ্তার সঙ্গে আড্ডার সময় সালমান খান হেসে বলেন, আরিজিৎ আর আমি খুব ভালো বন্ধু। ভুল বোঝাবুঝিটা আমার দিক থেকেই হয়েছিল। এরপরও সে আমার জন্য গান গেয়েছে ‘টাইগার থ্রি’ সিনেমাত, এখন আবার ‘গালওয়ান’ সিনেমাতেও গাইছে। সালমানের এই বক্তব্য দীর্ঘদিনের জল্পনার ইতি টেনে দিল।

এই ভুল বোঝাবুঝির সূত্রপাত ২০১৪ সালে স্টার গিল্ড অ্যাওয়ার্ডস-এর মঞ্চে। সেদিন অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন সালমান খান, আর পুরস্কার নিতে মঞ্চে ওঠেন ক্লান্ত ও অনানুষ্ঠানিক পোশাকে আরিজিৎ সিং। সালমান মজার ছলে জিজ্ঞেস করেন, ঘুমিয়ে গিয়েছিল। উত্তরে আরিজিৎ হাসতে হাসতে বলেন, আপনারা তো ঘুম পাড়িয়ে দিলেন।

যদিও দর্শক হাসিতে ফেটে পড়েছিল, কিন্তু খবর রটে যায় সালমান নাকি মন্তব্যটিকে অসম্মানজনক ভেবেছিলেন। এরপর থেকেই সালমানের একাধিক সিনেমাতে আরিজিতের গান বাদ পড়ে যায় বলে গুঞ্জন ছড়ায়। ‘কিক’, ‘বজরঙ্গি ভাইজান’, ‘সুলতান’ এই তিন ছবিতেই নাকি আরিজিতের গাওয়া গান বদলে অন্য শিল্পীদের কণ্ঠে রেকর্ড করা হয়। বিশেষ করে ‘সুলতান’ সিনেমার ‘জগ ঘুমেয়া’ গানটি শেষ পর্যন্ত গেয়েছিলেন রাহাত ফতে আলি খান।

২০১৬ সালে আরিজিৎ নিজেই প্রকাশ্যে ক্ষমা চান সালমানের কাছে। ফেসবুকে তিনি লেখেন, ডিয়ার মি. সালমান খান, আমি আপনাকে অসম্মান করতে চাইনি। সেদিনটা কেবল খারাপ সময় ছিল। দয়া করে আমার গানটি আপনার সিনেমা থেকে বাদ দেবেন না, আমি আপনার ব্যক্তিত্ব ভেবে মন থেকে গেয়েছি।

২০২৩ সালে প্রথমবার দেখা যায়, আরিজিৎ সিং সালমান খানের মুম্বাইয়ের বাসভবন থেকে বের হচ্ছেন। এরপরই দুজনের মিলন ঘটে টাইগার থ্রি’র ‘লে কে প্রভু কা নাম’ গানের মাধ্যমে। এবার বিগ বস ১৯-এর মঞ্চে সালমানের সরাসরি মন্তব্যে স্পষ্ট হলো সব ভুল বোঝাবুঝি মিটে গেছে, বন্ধুত্ব আগের মতোই অটুট।

সালমান ও আরিজিতের এই পুনর্মিলনে সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস ছড়িয়েছে। ভক্তরা লিখছেন, শেষমেশ দুই কিংবদন্তি এক হলো,”আবার কেউ লিখেছেন, বলিউডে এই খবরটাই আজকের সবচেয়ে সুন্দর সংবাদ। এই দীর্ঘ নয় বছরের দূরত্ব পেরিয়ে অবশেষে সালমান খান ও আরিজিৎ সিংয়ের সম্পর্ক নতুন অধ্যায়ে প্রবেশ করল।

লালসবুজ২৪.কম
ইমেইল: info@lalsobuj24.com