লালসবুজ ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৯ পিএম
ভাঙা হাড় জোড়া লাগাতে আর লম্বা সময়ের অপেক্ষা, কাটাছেঁড়া বা ধাতব ইমপ্লান্টের ঝামেলা এসব দিন বুঝি শেষের পথে! চীনের গবেষকেরা এমন এক আঠালো পদার্থ (বোন গ্লু) তৈরি করেছেন যা দিয়ে মাত্র ৩ মিনিটেই ভাঙা হাড় জোড়া লাগানো সম্ভব।
চীনের ঝেজিয়াং প্রদেশের গবেষক দল ‘বোন-০২’ নামের এই গ্লু তৈরি করেছেন, যা রক্তযুক্ত পরিবেশেও দ্রুত কাজ করে। দলটির নেতৃত্বে থাকা অর্থোপেডিক সার্জন লিন শিয়ানফেং জানান, সমুদ্রের নিচে সেতুর গায়ে শক্তভাবে লেগে থাকা ঝিনুক থেকে অনুপ্রাণিত হয়েই এই আঠার ধারণা মাথায় আসে।
এই বোন গ্লু শুধু হাড় জোড়া লাগায় না, বরং হাড় সেরে ওঠার পর এটি শরীরেই স্বাভাবিকভাবে শোষিত হয়ে যায়, ফলে আর আলাদা করে অস্ত্রোপচার করে কিছু খুলে ফেলার দরকার হয় না।
গবেষকরা জানিয়েছেন, এই গ্লু ব্যবহার করে যে হাড় জোড়া লাগানো হয়, তা মাত্র ১৮০ সেকেন্ডের কম সময়েই সম্পন্ন করা যায়। যেখানে প্রচলিত চিকিৎসায় কাটা-ছেঁড়া করে ধাতব প্লেট-স্ক্রু লাগাতে হয়, সেখানে এই আঠা ব্যবহার অনেকটা বিপ্লবের মতোই ধরা যাচ্ছে।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি-এর বরাতে এনডিটিভি জানায়, এই ‘বোন-০২’ গ্লু ইতোমধ্যেই ১৫০ জন রোগীর ওপর সফলভাবে প্রয়োগ করা হয়েছে এবং কোনো গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।
বিশেষজ্ঞরা বলছেন, এই নতুন প্রযুক্তি ভবিষ্যতে ধাতব ইমপ্লান্টের প্রয়োজন অনেকটাই কমিয়ে দিতে পারে। চিকিৎসা খরচও কমবে, আর রোগীর আরামও বাড়বে।