লালসবুজ২৪.কম
ভুয়া ডিগ্রি ব্যবহারের অভিযোগে ডা. জাহাঙ্গীর কবিরকে বিএমডিসির শোকজ

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ০৪:৪৪ পিএম

এফসিপিএস (চূড়ান্ত) ডিগ্রি সম্পন্ন না করেও নামের পাশে ওই ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগে আলোচিত চিকিৎসক ডা. মুহাম্মদ জাহাঙ্গীর কবিরকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।

সম্প্রতি বিএমডিসির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসেন স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়েছে, ডা. জাহাঙ্গীর কবির বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) থেকে এফসিপিএস (চূড়ান্ত) ডিগ্রি সম্পন্ন না করেও নিজের নামের সঙ্গে ওই উপাধি ব্যবহার করছেন এবং সেই পরিচয়ে রোগী দেখা ও চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছেন।

বিএমডিসি সূত্রে জানা যায়, বিসিপিএসের সচিব অধ্যাপক আবুল বাসার মো. জামাল এ বিষয়ে কাউন্সিলকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছেন। তার পাঠানো চিঠির কপিও কারণ দর্শানোর নোটিশের সঙ্গে সংযুক্ত করা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ (৬১ নং আইন) অনুযায়ী, কাউন্সিল কর্তৃক স্বীকৃত নয় এমন কোনো ডিগ্রি বা পদবি ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ। আইনের ১৩ ও ২৯ ধারায় বলা আছে, এই অপরাধে সংশ্লিষ্ট ব্যক্তিকে সর্বোচ্চ তিন বছর কারাদণ্ড, এক লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড, অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা যেতে পারে।

নোটিশে ডা. জাহাঙ্গীর কবিরকে উদ্দেশ করে আরও বলা হয়েছে, “আপনি কেন এই ডিগ্রি ব্যবহার করছেন তার লিখিত ব্যাখ্যা দিন। বিএমডিসি প্রদত্ত রেজিস্ট্রেশন নম্বর উল্লেখপূর্বক এই চিঠি পাওয়ার ১৫ দিনের মধ্যে লিখিতভাবে কারণ জানাতে হবে।”

বিএমডিসির তথ্যমতে, ডা. জাহাঙ্গীর কবির রাজধানীর আফতাবনগরের ব্লক–সি এলাকায় সিরাজ কনভেনশন সেন্টারের একটি চেম্বার থেকে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছেন, যেখানে তিনি এফসিপিএস ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

বুধবার বিকেলে এ বিষয়ে জানতে ডা. জাহাঙ্গীর কবিরের প্রতিষ্ঠানে যোগাযোগ করা হলে তার এক কর্মী জানান, পরে বিস্তারিত জানানো হবে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের পক্ষ থেকে আর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

লালসবুজ২৪.কম
ইমেইল: info@lalsobuj24.com