লালসবুজ২৪.কম
কর্মঘণ্টায় ফেসবুক ব্যবহার নয়, প্রমাণ পেলে সেদিনই বিচারিক জীবনের শেষ দিন: প্রধান বিচারপতি

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ০৩:৫২ পিএম

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। ছবি: সংগৃহীত

আদালতের কর্মঘণ্টায় ফেসবুকসহ কোনো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে অধস্তন আদালতের বিচারকদের জন্য কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

তিনি স্পষ্ট ভাষায় সতর্ক করে বলেন, দায়িত্ব পালনকালে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের কোনো সুযোগ নেই। এ বিষয়ে প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট বিচারকের বিচারিক জীবনের সেদিনই শেষ দিন হবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে আয়োজিত এক অভিভাষণ অনুষ্ঠানে দেশের সব জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে এসব নির্দেশনা দেন প্রধান বিচারপতি।

তিনি বলেন, বিচারকরা যেন কর্মঘণ্টার পুরোটা সময় আদালতের কাজে মনোযোগী থাকেন এবং দায়িত্ব পালনে কোনো ধরনের শৈথিল্য দেখানো না হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের মাধ্যমে বিচারিক কাজ ব্যাহত হলে তা কোনোভাবেই সহনীয় হবে না।

বিচারাঙ্গনে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে প্রধান বিচারপতি বলেন, বিচারাসনে বসে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির আশ্রয় নেওয়া যাবে না। কোনো বিচার বিভাগের কর্মকর্তা দুর্নীতি বা অসদাচরণে জড়িত প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মামলার দ্রুত নিষ্পত্তির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, শুনানি শেষ হওয়ার তিন থেকে সাত দিনের মধ্যে রায় বা আদেশ প্রদান করতে হবে। অকারণে বিলম্ব হলে বিচারপ্রার্থীদের ভোগান্তি বাড়ে এবং বিচার ব্যবস্থার ওপর আস্থা ক্ষুণ্ন হয়।

এছাড়া আদালতের পরিবেশ শৃঙ্খলাবদ্ধ রাখতে আইনজীবী ও মামলার পক্ষ ছাড়া অন্যদের এজলাসে প্রবেশ নিষিদ্ধ করার নির্দেশ দেন তিনি। আদালত প্রাঙ্গণে হকার বা ভাসমান বিক্রেতাদের উপস্থিতিও অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে আইনজীবীদের নির্ধারিত ড্রেসকোড মেনে চলার তাগিদ দেন প্রধান বিচারপতি।

উল্লেখ্য, সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী গত ২৩ ডিসেম্বর রাষ্ট্রপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন। তিনি ২৮ ডিসেম্বর বঙ্গভবনে শপথ গ্রহণ করেন। শপথের পরপরই অধস্তন আদালতের বিচারকদের উদ্দেশে এ দিকনির্দেশনা দেন তিনি।

লালসবুজ২৪.কম
ইমেইল: info@lalsobuj24.com