লালসবুজ ডেস্ক
প্রকাশ: ০২ মে ২০২৫, ০৩:৫৫ পিএম
ভারতীয় গণমাধ্যম প্রতিদিন বাংলাদেশের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা তথ্য ও অপপ্রচার চালাচ্ছে এবং এতে সরাসরি সহায়তা করছে আওয়ামী লীগ—এমন অভিযোগ তুলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, গত ১৫ বছরে এ দেশে কীভাবে পরিকল্পিতভাবে অপসাংবাদিকতা হয়েছে, তার পূর্ণ বিবরণ জাতিসংঘে পেশ করা হবে এবং সরকারের পক্ষ থেকে তদন্ত প্রতিবেদনও চাওয়া হবে।
শুক্রবার (২ মে) চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে ‘গণমাধ্যমের চ্যালেঞ্জ’ শীর্ষক এক আলোচনায় অংশ নিয়ে এসব মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, “ভারতীয় মিডিয়া প্রতিনিয়ত যে অপপ্রচার চালাচ্ছে, তা শুধু বাইরের হুমকি নয়, ভেতরের সহযোগিতাও পাচ্ছে। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে এ ধরনের অপপ্রচারের পৃষ্ঠপোষকতা করছে।”
সাংবাদিকদের কাজের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, “এটা সাংবাদিকদের জন্য সবচেয়ে ভালো সময়। সরকার কোনো সংবাদপত্র বা গণমাধ্যম বন্ধ করেনি।” তবে এ সময় উপস্থিত সাংবাদিকদের মধ্যে কেউ কেউ সম্প্রতি তিনজন সাংবাদিকের চাকরিচ্যুতির বিষয়ে প্রশ্ন তুললে তিনি বলেন, “সরকার এসবের সঙ্গে জড়িত নয়। ছাঁটাই করায় সরকারের কোনো ভূমিকা নেই।”
অনেকেই ডিজিটাল নিরাপত্তা আইনকে সাংবাদিকতার স্বাধীনতায় বাঁধা হিসেবে দেখে থাকলেও প্রেস সচিবের দাবি, “বাস্তবতা হচ্ছে, এখন মিডিয়া যা ইচ্ছে তা-ই লিখছে। সাংবাদিকরা অনেক বেশি স্বাধীন। এমনকি এত স্বাধীনতা আগে কখনো দেখা যায়নি।”
তিনি আরও যোগ করেন, “জুলাই বিপ্লবের পর বাংলাদেশে কোনো সংবাদমাধ্যম বন্ধ হয়নি। অথচ বিশ্বের অনেক দেশে রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে গণমাধ্যমে রাশ টেনে ধরা হয়।”