লালসবুজ ডেস্ক
প্রকাশ: ০৮ মে ২০২৫, ০৪:৩৬ পিএম
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বলেছেন, বহুতল ভবনের রেস্টুরেন্টগুলোর অনুমতি যাচাই-বাছাই করা হবে। এক্ষেত্রে কোনও ছাড় দেয়া হবে না। নিয়মের মধ্যে না এলে রেস্টুরেন্টগুলোর বিদ্যুৎ ও পানির লাইন বিচ্ছিন্ন করা হবে।
বৃহস্পতিবার (৮ মে) ধানমণ্ডির সাত মসজিদ রোডে আমিন মোহাম্মদ ভবন পরিদর্শন করে এ কথা বলেন তিনি।
ভবন পরিদর্শনের অভিযানে রাজউক, ফায়ার সার্ভিস, তিতাস, ডিপিডিসি, সিটি করপোরেশনসহ বেশ কয়েকটি সেবা সংস্থা অংশ নেয়। এ সময় বেশকিছু রেস্টুরেন্টে পর্যাপ্ত অগ্নি প্রতিরোধক ব্যবস্থা, অগ্নিনির্গমন পথ না থাকাসহ নানা অসঙ্গতি ও অনিয়ম খুঁজে পায় পরিদর্শনকারী দল। তবে অভিযাবে কোনও রেস্টুরেন্টকে জরিমানা বা শাস্তি প্রদান করা হয়নি।
রাজউক চেয়ারম্যান বলেন, এখন রেস্টুরেন্টগুলোকে চাইলে বন্ধ করে দিতে পারতাম। কিন্তু আমরা তাদের সতর্ক করেছি। রেস্টুরেন্টগুলোকে নিয়মের মধ্যে থাকতে হবে। যাতে জানমালের নিরাপত্তা বজায় থাকে। অন্যথায় কঠোর ব্যবস্থা নেয়া হবে।