লালসবুজ২৪.কম
হাসপাতালের জন্য জমি পেলো চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৫, ০৩:৪৭ পিএম

চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতালের জন্য জমি বরাদ্দের দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতালটি পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলী এলাকায় নির্মিত হবে।

আজ বুধবার (১৪ মে) চট্টগ্রামের সার্কিট হাউসে এক অনুষ্ঠানে হাসপাতালের ২৩ একর জমির নিবন্ধিত দলিল হার্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আবদুস সালামের কাছে হস্তান্তর করেন প্রধান উপদেষ্টা।

এর মধ্য দিয়ে চট্টগ্রামবাসীর আন্তর্জাতিক মানের বিশেষায়িত হার্ট ফাউন্ডেশন হাসপাতাল প্রতিষ্ঠার দাবি পূরণ হতে চলেছে।

২০২২ সালের ২৫ মে আনুষ্ঠানিকভাবে চট্টগ্রামে যাত্রা শুরু করে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন।

এর আগে, প্রধান উপদেষ্টা চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীর ওপর বহুল প্রত্যাশিত রেলসহ সড়ক সেতু নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

লালসবুজ২৪.কম
ইমেইল: info@lalsobuj24.com