লালসবুজ২৪.কম
কাকরাইলে পুলিশের জলকামানে ছত্রভঙ্গ যমুনামুখী চাকরিচ্যুত বিডিআর সদস্যরা

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ০২:৫৩ পিএম

রাজধানীর কাকরাইল মোড়ে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে পুলিশ। এ সময় বিডিআরের দুই সদস্য আহত হয়েছেন। তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করেছিলেন তারা।

সোমবার (৭ জুলাই) দুপুরে রাজধানীর শাহবাগ থেকে যমুনার দিকে যাওয়ার সময় কাকরাইল মোড়ে তাদের আটকে দেয় পুলিশ। পরে ব্যারিকেট ভাঙার চেষ্টা করলে জলকামান নিক্ষেপ করে পুলিশ।

সকাল থেকে রাজধানীর শাহবাগে জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। তারা জানান, দাবি পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাবেন। এরপর পৌনে ১২টার দিকে শাহবাগ মোড় থেকে যমুনার উদ্দেশে মিছিল নিয়ে রওনা দেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’ ও এর পার্শ্ববর্তী এলাকায় যেকোনো ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ডিএমপি। এরপরও যমুনার উদ্দেশে পদযাত্রা করায় তাদের ছত্রভঙ্গ করা হয়েছে।

লালসবুজ২৪.কম
ইমেইল: info@lalsobuj24.com