লালসবুজ২৪.কম
যতটুকু সাধ্য ছিল দিয়েছে সরকার, এবার শিক্ষকদের ক্লাসরুমে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষা উপদেষ্টার

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ০৩:৩৭ পিএম

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫ শতাংশ নির্ধারণ করে তাতে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এই ভাতা সর্বনিম্ন দুই হাজার টাকা হবে। সরকারের যতটুকু সাধ্য ছিল ততটুকুই দিয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার। এতে সন্তুষ্ট থেকে শিক্ষকদের ক্লাসরুমে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (১৯ অক্টোবর) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষা মন্ত্রণালয় সব সময় শিক্ষকদের স্বার্থ সংরক্ষণের চেষ্টা করেছে এবং এর ধারাবাহিকতায় সীমাবদ্ধতার মধ্যেও অর্থ মন্ত্রণালয় সর্বোচ্চ চেষ্টা করেছে শিক্ষকদের বেতন-ভাতা বাড়াতে। তাই এখন শিক্ষকদের উচিত রাজপথ ছেড়ে শ্রেণিকক্ষে ফিরে যাওয়া।

প্রসঙ্গত, পাঁচ শতাংশ বাড়িভাড়া দেয়ার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। বাড়িভাড়া ২০ শতাংশ, মেডিকেল ভাতা ১ হাজার ৫০০ টাকা ও উৎসব ভাতা ৭৫ শতাংশ বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে দেয়ার হুঁশিয়ারি দেন তারা।

লালসবুজ২৪.কম
ইমেইল: info@lalsobuj24.com