লালসবুজ ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০৩:৪৪ পিএম
ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদারের জন্য পূর্বনির্ধারিত ৪০ হাজার বডি অন ক্যামেরা কেনার পরিকল্পনা থেকে সরে এসেছে সরকার। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, সব কেন্দ্র নয়- শুধু ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতেই বডি অন ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি এবং ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। বৈঠকে নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা ও লজিস্টিক সহায়তা বিষয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
অর্থ উপদেষ্টা বলেন, “আনসার বাহিনীর অনেক অস্ত্র পুরোনো হয়ে গেছে। নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থায় শক্তি বাড়াতে তাদের জন্য ১৭ হাজার শটগান কেনা হবে।”
তিনি আরও জানান, পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী ৪০ হাজার বডি অন ক্যামেরা কেনা হবে না। বরং ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলো চিহ্নিত করে সেখানে সীমিত আকারে ক্যামেরা সরবরাহ করা হবে। স্বচ্ছতার সঙ্গে কেনাকাটা প্রক্রিয়া সম্পন্ন করা হবে এবং এ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি) ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এ ছাড়া চাহিদা ও আবেদন বৃদ্ধির কারণে এক কোটি ই-পাসপোর্টের বই কেনার জন্য বরাদ্দ অনুমোদন দিয়েছে কমিটি। পাশাপাশি দেশে টিকার সম্ভাব্য সংকট বিবেচনায় রেখে ইপিআই টিকা কেনার প্রস্তাবও অনুমোদন পেয়েছে।
রমজানকে সামনে রেখে বাজার স্থিতিশীল রাখার বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, “দাম নিয়ন্ত্রণে রাখতে রোজার আগেই চাল ও গম আমদানি করা হবে।”
সরকারি এসব সিদ্ধান্তের মাধ্যমে আসন্ন নির্বাচন ও বাজারের স্থিতিশীলতা দু’দিকেই একযোগে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান তিনি।