লালসবুজ ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১২:৩১ পিএম
পর্যবেক্ষক সংস্থাকে সহযোগী হিসেবে পেতে চায় কমিশন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। মঙ্গলবার (২৫ নভেম্বর) দেশিয় ৪০টি পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধির সঙ্গে চলা সংলাপে এমন মন্তব্য করেন তিনি।
সিইসি বলেন, এই নির্বাচনে আমাদের একটি অফিশিয়াল মেকানিজম থাকবে। তারপরও পর্যবেক্ষকদের চোখ দিয়ে এই নির্বাচনটিকে দেখতে চাই। যারা নতুন পর্যবেক্ষক আছেন তারা অবশ্যই যত দ্রুত সম্ভব প্রশিক্ষণ দেবেন তাদের লোকবলকে। তারা সঠিকভাবে দায়িত্ব পালন না করলে আপনাদের সংস্থার সুনাম ক্ষুন্ন হবে।
তিনি আরও বলেন, জাতিকে একটি সুষ্ঠু সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে চাই। অতীতের ভুল-ভ্রান্তি ভুলে, সেখান থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে চাই। সবার সহযোগিতা লাগবে ভালো নির্বাচনের জন্য।
পর্যবেক্ষক সংস্থার দায়িত্ব নির্বাচন পর্যবেক্ষণ করা উল্লেখ করে বলেন, পর্যবেক্ষকদের রিপোর্টিং হবে স্মার্ট রিপোর্টিং। এটি যেন বাস্তবতার নিরীখে করা হয়। আপনাদের লোকবলের দায়িত্ব হবে নির্বাচন পর্যবেক্ষণ করা। তারা নিজ হাতে কোনো পদক্ষেপ নেবে না।
এ সময়, আগামী নির্বাচনে পর্যবেক্ষকদের রাজনীতিতে না জড়ানোর আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশীরা খুব বেশি রাজনীতি সচেতন। যারা পর্যবেক্ষণ করবেন তারা রাজনীতিতে জড়িয়ে পড়লে সব ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। যাদের নিয়োগ দেবেন তারা কোনো রাজনীতির সাথে জড়িত আছে কি না সেটা অবশ্যই চেক করবেন।