লালসবুজ ডেস্ক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৩ পিএম
ঢাকা শহরে প্রবেশের জন্য বিমানবন্দর এলাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোলপ্লাজা বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাধারণের জন্য টোলমুক্ত থাকবে। বুধবার (২৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
প্রসঙ্গত, ১৭ বছরের নির্বাসনের অবসান ঘটিয়ে আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকাল ১১টা ৫৫ মিনিটে ঢাকায় পৌঁছার কথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।
এরপর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩০০শ' ফুট সড়কে সংবর্ধনা নিয়ে মা খালেদা জিয়াকে দেখতে যাবেন এভারকেয়ার হাসপাতালে। সেখান থেকে পরে গুলশানের বাসভবনে যাবেন তারেক রহমান।
পরদিন শুক্র ও শনিবারেও ব্যস্ত সময় পার করবেন তারেক রহমান। দুইদিনই রয়েছে একাধিক কর্মসূচি। শুক্রবার জুমার নামাজের পরে জিয়াউর রহমানের সমাধিতে যাবেন তারেক রহমান। সেখান থেকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যাবেন তিনি।
পরদিন শনিবার ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভূক্ত করতে যাবেন নির্বাচন ভবনে এবং জুলাই আন্দোলনে আহতদের সঙ্গে দেখা করতে যাবেন পঙ্গু হাসপাতালে। সেদিন ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির কবর জিয়ারত করতেও যাবেন তারেক রহমান।