লালসবুজ২৪.কম
ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির দ্বিতীয় দফা বৈঠক চলছে

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১২:৪১ পিএম

সংস্কার নিয়ে ঐকমত্য কমিশনের সাথে দ্বিতীয় দিনের মতো বৈঠকে বসেছে বিএনপি। রোববার (২০ এপ্রিল) বেলা ১১টার পর সংসদ ভবনের এলডি হলে এই বৈঠক শুরু হয়।

আলোচনা শুরুর পূর্বে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুদক, প্রশাসন, বিচার বিভাগ নিয়ে আলোচনা হবে। স্বচ্ছতা ও আন্তরিকতা সাথে বিএনপি আলোচনা করবে। এর মাধ্যমে কমিশনের সাথে এই পর্বে বিএনপির আলোচনা শেষ হবে।

এর আগে, গত বৃহষ্পতিবার ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক করে বিএনপি। দিনভর বৈঠকে ৭০ অনুচ্ছেদ, সংবিধান সংস্কারসহ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়। সেই বৈঠকে সংস্কার কমিশনের সাথে দ্বিমত বিষয়গুলোর ব্যাখ্যাও তুলে ধরে বিএনপির প্রতিনিধি দল।

লালসবুজ২৪.কম
ইমেইল: info@lalsobuj24.com