লালসবুজ২৪.কম
নির্বাচনের দাবি জানানোও যেন এখন অপরাধ: তারেক রহমান

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৫, ০৩:৩২ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, বর্তমান বাস্তবতায় নির্বাচনের দাবি করাটাও যেন একটি ‘অপরাধ’ হিসেবে দেখা হচ্ছে, যা গণতন্ত্রের জন্য অশনি সংকেত।

শুক্রবার (২ মে) আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভিডিও বার্তায় যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, "বিএনপি সবসময় জনগণের সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধির পক্ষেই অবস্থান নিয়েছে। কিন্তু এখন এমন এক পরিস্থিতি তৈরি করা হয়েছে, যেখানে ভোট বা নির্বাচনের কথা বললেই সেটি অপরাধ হিসেবে গণ্য হচ্ছে।"

তিনি আরও বলেন, বিরাজনীতিকরণের ধারা দেশের গণতন্ত্রকে মারাত্মক হুমকির মুখে ফেলছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী নির্বাচন না দিলে অসন্তোষ বাড়বে বলেও সতর্ক করেন তিনি।

তারেক রহমান পতিত স্বৈরাচারীদের পুনরুত্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, সংবিধান লঙ্ঘনকারীদের বিরুদ্ধে বর্তমান অন্তর্বর্তী সরকার কী ব্যবস্থা নিচ্ছে? তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি এখন ব্যবস্থা না নেওয়া হয়, ভবিষ্যতের নির্বাচিত সরকার অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।”

এ সময় নতুন রাজনীতিতে যুক্ত হওয়া ২৫টি রাজনৈতিক দলকে স্বাগত জানিয়ে তিনি বলেন, "আদর্শে পার্থক্য থাকলেও দেশের বৃহত্তর স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।"

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর গুরুত্ব খর্ব করলে দেশ আরও গভীর সংকটে পড়বে। এজন্য সব দলকে সমান সুযোগ ও শ্রদ্ধা জানানো জরুরি।

তারেক রহমানের মতে, অভিযোগ আর দোষারোপের রাজনীতি দিয়ে বর্তমান সরকার নিজেদের দায় এড়াতে পারবে না। তিনি বলেন, "নতুন সরকার জনগণের অধিকার নিশ্চিত করবে এবং স্বৈরশাসকদের জবাবদিহির আওতায় আনবে—এই প্রত্যাশা নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি।"

লালসবুজ২৪.কম
ইমেইল: info@lalsobuj24.com