লালসবুজ২৪.কম
খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, বাসাতেই চলবে চিকিৎসা: ডা. জাহিদ

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৫, ০২:৩২ পিএম

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রুটিন স্বাস্থ্য পরীক্ষার পর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফিরিয়ে আনা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে বাসায়ই চিকিৎসা চলছে।

বুধবার (১৮ জুন) রাতেই হাসপাতালে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে বাসায় নেওয়া হয়।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী কিছু রুটিন পরীক্ষা করা হয়েছে এবং বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নির্দেশনায় ওষুধ ও চিকিৎসা ব্যবস্থায় কিছু পরিবর্তন আনা হয়েছে।

এ সময় মেডিকেল বোর্ডের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. শাহাবুদ্দিন তালুকদার, প্রফেসর ডা. জিয়া, ডা. জাফর ইকবাল, ব্রিগেডিয়ার সাইফুল ইসলাম এবং চিকিৎসক ডা. মামুন। এছাড়াও অনলাইনে যুক্ত হয়ে পরামর্শ দিয়েছেন যুক্তরাজ্যপ্রবাসী ডা. জুবাইদা রহমান, ডা. এফ এম সিদ্দিকী এবং ডা. নুরুদ্দিন আহমেদ।

খালেদা জিয়ার বিদেশি চিকিৎসক ডা. প্যাট্রিক কেনেডি ও ডা. জেনিফার ক্রসের পরামর্শে চিকিৎসায় কিছু নতুন দিক সংযুক্ত করা হয়েছে।

ডা. জাহিদ জানান, বেগম জিয়ার চিকিৎসা ব্যবস্থার সব দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি নিয়মিত খোঁজখবর রাখছেন এবং চিকিৎসকদের সঙ্গেও যোগাযোগ করছেন।

ডা. জাহিদ আরও জানান, ম্যাডাম খালেদা জিয়া দেশবাসীর কাছে তার শারীরিক সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

লালসবুজ২৪.কম
ইমেইল: info@lalsobuj24.com