লালসবুজ২৪.কম
নির্বাচন পিছিয়ে গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে : মির্জা ফখরুল

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ০১:২৩ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পিছিয়ে গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার সকালে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা সন্তানদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন মির্জা ফখরুল।

অবিলম্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, নির্বাচন পিছিয়ে গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে। একটি মহল আজ নির্বাচন পেছাতে নানা চক্রান্তে উঠে পড়ে লেগেছে।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর বর্বরতা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, তাদের সঙ্গে যারা হাত মিলিয়ে গণহত্যা চালিয়েছিল, তারা আজ গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। তিনি মন্তব্য করেন যে, এদের সঙ্গে কোনো আপস হবে না।

লালসবুজ২৪.কম
ইমেইল: info@lalsobuj24.com