লালসবুজ২৪.কম
‘খুব ক্রিটিক্যাল কন্ডিশনে’ খালেদা জিয়া

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ০৪:০৯ পিএম

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ‘খুব ক্রিটিক্যাল কন্ডিশনে’ চলে গেছেন বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান।

সোমবার বেলা পৌনে ২টার দিকে হাসপাতালের সামনে চেয়াপার্সনের শারীরিক অবস্থা সম্পর্কে ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

আজম খান বলেন, ‘গতকাল রাত থেকে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গেছেন। তিনি আমাদের মাঝে ফিরে আসার জন্য ফাইট করছেন। এখনো অবস্থা ক্রিটিক্যাল আছে। বলবার মতো কোনো কন্ডিশনে এখনো তিনি আসেন নাই।’

সারা জাতির কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিছু বলার নেই উল্লেখ করে তিনি আরও বলেন, বর্তমানে খালেদা জিয়া ভেন্টিলেশন সাপোর্টে আছেন। সিসিউ থেকে আইসিউ, এরপরে ভেন্টিলেশন বা লাইফ সাপোর্ট-যাই বলেন। আমি এগুলোর বাইরে বলব যে, ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন।’

লালসবুজ২৪.কম
ইমেইল: info@lalsobuj24.com