লালসবুজ২৪.কম
১১৯ আসনে প্রার্থী ঘোষণা করলো জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:১৪ পিএম

জাতীয় পার্টির (জাপা) একাংশ ও জেপির নেতৃত্বে সম্প্রতি আত্মপ্রকাশ করা রাজনৈতিক জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) ১১৯টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। এর মধ্যে কয়েকটি আসনে দুইজন করে প্রার্থীর নাম ঘোষণা করা হয়।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে সাংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। জাপার নির্বাহী চেয়ারম্যান মজিবুল হক চুন্নু সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম পড়ে শোনান।

গত ৯ ডিসেম্বর আত্মপ্রকাশ করা এই জোটে মোট ১৮টি দল রয়েছে। এনডিএফের শরিক দলগুলো হলো জাপার আনিসুল ইসলামের নেতৃত্বাধীন অংশ, জেপি, জনতা পার্টি বাংলাদেশ, তৃণমূল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, গণফ্রন্ট, বাংলাদেশ মুসলিম লীগ (মহসিন রশিদ), জাতীয় ইসলামিক মহাজোট, বাংলাদেশ স্বাধীন পার্টি, বাংলাদেশ স্বাধীনতা পার্টি, অ্যালায়েন্স ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন, ডেমোক্রেটিক পার্টি, জাতীয় সাংস্কৃতিক জোট, জাসদ (শাহজাহান সিরাজ), ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি ও গণ আন্দোলন।

সংবাদ সম্মেলনে জাপা চেয়ারম্যান ও এনডিএফের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, জাপার মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারসহ অনেকে বক্তব্য রাখেন।

লালসবুজ২৪.কম
ইমেইল: info@lalsobuj24.com