লালসবুজ ডেস্ক
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০২:৩০ পিএম
চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। এ আমন্ত্রণকে বিএনপি ও চীনের মধ্যকার রাজনৈতিক যোগাযোগ জোরদারের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
এর আগে গত ২২ জুন সিপিসির আমন্ত্রণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল চীন সফর করে। সফরকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে সিপিসির শীর্ষ নেতাদের সঙ্গে প্রতিনিধি দলের আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়।
ওই বৈঠকে চীনের পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী সান ওয়েইডং, সিপিসির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাও এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান লি হংঝং উপস্থিত ছিলেন। বৈঠকে দ্বিপক্ষীয় রাজনৈতিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে আলোচনা হয় বলে জানা গেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির সঙ্গে সম্পর্ক জোরদারে চীনের এই উদ্যোগ তাৎপর্যপূর্ণ। বিশেষ করে তারেক রহমানের সম্ভাব্য চীন সফর ভবিষ্যতে বাংলাদেশের কূটনীতি, অর্থনীতি এবং আঞ্চলিক ভূরাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, চীন শুধু বিএনপি নয়, বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও যোগাযোগ বজায় রাখছে। এর উদ্দেশ্য হলো—বাংলাদেশে যে দলই রাষ্ট্রক্ষমতায় আসুক না কেন, চীনের কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থ যেন অক্ষুণ্ন থাকে।
সংশ্লিষ্ট মহলের ধারণা, তারেক রহমানের চীন সফর বাস্তবায়িত হলে তা বাংলাদেশ-চীন রাজনৈতিক সম্পর্কের নতুন মাত্রা যোগ করবে এবং ভবিষ্যৎ কূটনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।