লালসবুজ ডেস্ক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৫০ পিএম
দীর্ঘ দেড় যুগ পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার দুপুরের পর তিনি কার্যালয়ে পৌঁছান। এ উপলক্ষে দলীয় কার্যালয় ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
জানা গেছে, সোমবার দুপুর ১২টা ৩৫ মিনিট থেকে কার্যালয়ের মূল ফটক বন্ধ করে রাখা হয়। সীমিত পরিসরে বিএনপির সিনিয়র নেতারা কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করছেন।
কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের হাজারো নেতাকর্মী রয়েছেন।
সিএসএফ ঘিরে রেখেছে পুরো কার্যালয়। এছাড়া পুরো নয়াপল্টন এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর রয়েছে কঠোর নজরদারি।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বর্ণিল সাজে সাজানো হয়েছে দলীয় কার্যালয়। তাকে স্বাগত জানিয়ে বিএনপির কেন্দ্রীয় দফতরের কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা জানাবেন।