লালসবুজ২৪.কম
১০ দলের সমঝোতা নিয়ে চূড়ান্ত ঘোষণা বিকেলে

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৫:২৩ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ও ১০ দলীয় নির্বাচনী ঐক্যের জোট নিয়ে ধোঁয়াশা কাটছে না। ইসলামী আন্দোলন জোট ছেড়ে যাওয়ায় ফাঁকা ৪৭টি আসনের বিষয়ে এখনও হয়নি কোনো সুরাহা।

আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়ের পর জোটের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এসব আসনে নতুন করে প্রার্থী ঘোষণা করা বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে।

এর আগে, আসন সমঝোতার আলোচনার মধ্যেই ধর্মভিত্তিক দলের বাইরে এনসিপি, এবি পার্টি ও এলডিপি আসন ভাগাভাগিতে যোগ দেয়। আসন বণ্টন রূপ নেয় ১১ দলীয় ঐক্যে। এই ৩ দলকে অন্তর্ভুক্ত করায় জোটের অন্যতম প্রধান দল ইসলামী আন্দোলন বাংলাদেশ একমত হয়নি। এতে আসন ভাগাভাগিতেও প্রভাব পড়ে। ইসলামী আন্দোলন ১০০ আসন থেকে ৫০-এ নামলেও জামায়াতের সাথে আপোসরফা হয়নি। ফলে জোট থেকে বেরিয়ে আসে তারা।

জোটে না থাকলেও পারস্পরিক সৌহার্দ্য দেখাচ্ছে দলগুলো। ইসলামী আন্দোলনের চেয়ারম্যানকে আসন ছাড়ছে জামায়াত। অন্যদিকে, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরের আসনে প্রার্থী দিচ্ছে না ইসলামী আন্দোলন।

লালসবুজ২৪.কম
ইমেইল: info@lalsobuj24.com