লালসবুজ২৪.কম
রাতে সিলেট যাচ্ছেন তারেক রহমান, কাল থেকে নির্বাচনী সমাবেশ

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ০১:১৬ পিএম

আজ বুধবার রাত ৮টার দিকে সিলেটের উদ্দেশ্যে রওনা দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাতেই হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। আগামীকাল বৃহস্পতিবার সকালে আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশের মাধ্যমে ধানের শীষের পক্ষে প্রচার শুরু করবেন তিনি।

বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন ব্রিফিংয়ে এ তথ্য জানান।

মাহদী আমিন বলেন, বৃহস্পতিবার থেকে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাক্ষণবাড়িয়া, নরসিংদী ও নারায়ণগঞ্জে নির্বাচনী সমাবেশ করবেন তারেক রহমান। এতে তার সফরসঙ্গী হিসেবে থাকবেন মনোনয়ন বঞ্চিত সাবেক ছাত্র ও যুবদল নেতারা।

ঢাকা-১৫ আসনের সাম্প্রতিক ঘটনা নিয়ে তিনি বলেন, সেখানে সংঘর্ষের ঘটনা নিন্দনীয়। তবে ভোটারদের গোপনীয় তথ্য ও বিকাশ নম্বর সংগ্রহের চেষ্টা অগ্রহণযোগ্য, বিএনপি একটি ত্রুটিমুক্ত, মডেল নির্বাচন চায়। সেজন্য ধানের শীষের প্রার্থীদের আচরণবিধি মেনে গণসংযোগ করার নির্দেশ দিয়েছে দল বলেও জানান।

গণভোটে `হ্যাঁ‘-এর পক্ষে বিএনপি বলে জানান দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির এই মুখপাত্র। তিনি বলেন, নির্বাচনী মাঠ বিএনপির অনুকূলে থাকায় কেউ কেউ লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করার চেষ্টা করছে।

লালসবুজ২৪.কম
ইমেইল: info@lalsobuj24.com