লালসবুজ২৪.কম
চট্টগ্রাম-২ আসনে বিএনপির সারোয়ার প্রার্থিতা ফিরে পেলেন হাইকোর্টে

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ০১:৫১ পিএম

চট্টগ্রাম-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তার প্রার্থিতা ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

ঋণখেলাপি হওয়ায় গত ১৮ জানুয়ারি চট্টগ্রাম-২ আসনে সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধতার বিরুদ্ধে করা আপিল মঞ্জুর করে ইসি। এতে তার প্রার্থিতা বাতিল হয়। তার আগে, ২ জানুয়ারি তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিল রিটার্নিং কর্মকর্তা।

মনোনয়নপত্র বাতিল করে ইসির দেয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপির এই প্রার্থী হাইকোর্টে রিট করেন।

তার আইনজীবীরা তখন জানিয়েছিলেন, সারোয়ার আলমগীরের খেলাপি ঋণ নেই। ব্যাংকের চাহিদামতে তিনি ইতোমধ্যে প্রিমিয়ার লিজিংকে তিন কোটি টাকা পরিশোধ করেছেন। ঋণ পুনঃতফসিল হয়েছে।

রিট আবেদনে বলা হয়েছিল, আপিল মঞ্জুর করে সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিলের ইসির ১৮ জানুয়ারির সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয়েছে। ইসির ১৮ জানুয়ারির সিদ্ধান্ত স্থগিতের পাশাপাশি সারোয়ার আলমগীরকে নির্বাচনে অংশ নিতে অনুমতি দেয়ার আরজি জানানো হয়েছে রিটে।

লালসবুজ২৪.কম
ইমেইল: info@lalsobuj24.com