লালসবুজ২৪.কম
এক ইলিশের দাম ১৩ হাজার ৩৮৭ টাকা!

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৫, ০৪:৫৭ পিএম

চাঁদপুরের পাইকারি মাছ বাজারে একটি ইলিশ ১৩ হাজার ৩৮৭ টাকায় বিক্রি হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, ২ কেজি ৫৫০ গ্রাম ওজনের মাছটি এ মৌসুমে ধরা পড়া সবচেয়ে বড় মাছ। সোমবার সকালে চাঁদপুর বড়স্টেশন পাইকারি মাছ বাজারের ব্যবসায়ী উত্তর বাবুর কাছ থেকে মাছটি কিনে নেন নবীর হোসেন নামে এক ক্রেতা।

মাছ বাজারের আরেক ব্যবসায়ী সম্রাট বেপারী বলেন, চলতি মাসে বড়স্টেশন পাইকারি মাছ বাজারে এই নিয়ে বড় আকারের ৩টি ইলিশ বিক্রি হয়েছে।

স্থানীয়ভাবে যাকে বলা হয় 'রাজা ইলিশ'। তারমধ্যে একটি ইলিশের ওজন ছিল ২ কেজি ৩৫০ গ্রাম এবং আরেকটি ২ কেজি ১০০ গ্রাম ওজনের।
খোঁজ নিয়ে জানা গেছে, চাঁদপুরে দক্ষিণে হাইমচর ও বরিশাল এবং ভোলা জেলার সীমানা এলাকার মেঘনা নদীতে গত কয়েকদিন ধরে বড় আকারের কিছু ইলিশ জেলেদের জালে ধরা পড়ছে। তার মধ্যে বরিশালের হিজলা এলাকার জেলে মোশাররফ হোসেন সবচেয়ে বড় আকারের এই ইলিশটি নিয়ে চাঁদপুর আসেন।

মাছটি ভালো দামে বিক্রি করতে পেরে সন্তোষ প্রকাশ করেন তিনি।

লালসবুজ২৪.কম
ইমেইল: info@lalsobuj24.com