লালসবুজ২৪.কম
সুনামগঞ্জ ও ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশি নিহত

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১২:৪৪ পিএম

সুনামগঞ্জ ও ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ এর গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এরমধ্যে ঠাকুরগাঁওয়ের হরিপুরে আজ শনিবার (১২ জুলাই) বিএসএফের গুলিতে প্রাণ যায় এক বাংলাদেশির। গতকাল রাতে সুনামগঞ্জেও প্রাণ হারান গুলিবিদ্ধ একজন।

বিজিবি জানায়, শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাতে সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তের ভাঙ্গারপাড় এলাকায় একদল বাংলাদেশিকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে বিএসএফ। এতে গুলিবিদ্ধ হন শফিকুল।

তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়া হলে রাতেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় প্রতিবাদ ও বিএসএফকে পতাকা বৈঠকে বসার আহ্বান জানিয়েছে বিজিবি।

অন্যদিকে বিএসএফ এর গুলিতে ঠাকুরগাঁওয়ের হরিপুরের মিনাপুর সীমান্তেও এক বাংলাদেশির প্রাণ ঝরেছে। দিনাজপুর ৪২ বিজিবর অধিনায়ক জানান, আজ শনিবার (১২ জুলাই) ভোরে ভারতের মালদাখন্ড পরিয়াল ক্যাম্পের বিএসএফ জোয়ানরা এই গুলি ছুঁড়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় ২০ বছর বয়সী রাসেল। হরিপুর সদর এলাকার বাসিন্দা তিনি।

লালসবুজ২৪.কম
ইমেইল: info@lalsobuj24.com