লালসবুজ২৪.কম
৩ দিন ধরে সমুদ্রে ভাসতে থাকা ফিশিং বোটের ৮ জেলে উদ্ধার

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১২:৫৬ পিএম

যান্ত্রিক ত্রুটির কারণে তিন দিন ধরে সমুদ্রে ভাসতে থাকা ফিশিং বোট ‘এফবি মায়ের দোয়া’-এর আটজন জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। সোমবার (১৮ আগস্ট) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১৪ আগস্ট এফবি মায়ের দোয়া নামক ফিশিং বোটটি মাছ ধরার উদ্দেশে আটজন জেলেসহ সমুদ্রে যায়। পরে যান্ত্রিক ত্রুটির কারণে শ্যাফট বিকল হয়ে গেলে বোটটি সমুদ্রে ভাসতে থাকে। তিন দিন পর মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে, রোববার (১৭ আগস্ট) সকল ১০টায় ওই বোটের এক জেলে কোস্টগার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে বিষয়টি জানান। তৎক্ষণাৎ সমুদ্রে টহলে থাকা কোস্টগার্ডের জাহাজ স্বাধীন বাংলা উদ্ধার অভিযান পরিচালনা করে। স্বল্প সময়ের মধ্যে মোংলা ফেয়ারওয়ে-সংলগ্ন বয় নম্বর-৫ সমুদ্র এলাকা থেকে আটজন জেলেসহ ফিশিং বোটটিকে উদ্ধার করা হয়। উদ্ধার করা জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাবার প্রদান করে বোটটিকে নিরাপদে হারবারিয়া-সংলগ্ন নদীর তীরে পৌঁছে দেওয়া হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় এবং নদী-তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার কার্যক্রম অব্যাহত রাখবে।

লালসবুজ২৪.কম
ইমেইল: info@lalsobuj24.com