লালসবুজ২৪.কম
নবান্নকে ঘিরে বগুড়ায় মাছের মেলা, দাম বেশি

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০২:২৩ পিএম

নবান্ন উৎসবকে কেন্দ্র করে বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথলী বাজারে ঐতিহ্যবাহী মাছের মেলা বসেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল থেকে এ মেলা শুরু হয়েছে। একদিনের এই মেলায় মাছের পাশাপাশি সবজি, মিষ্টি, দই, খেলনাসহ নানা পণ্যের সমাহার দেখা গেছে। সকাল থেকেই আশপাশের গ্রামগুলোর মানুষ পরিবার-পরিজন নিয়ে মেলায় ভিড় করে।

স্থানীয়দের মতে, অগ্রহায়ণের শুরুতে নবান্ন উপলক্ষ্যে বহু বছর ধরেই উথলী, রথবাড়ি, নারায়ণপুর, ধোন্দাকোলা, সাদুল্লাপুর, বেড়াবালা, আকনপাড়া, দেবীপুর, গরীবপুর, গুজিয়া, রাহবল, দারিদহ, কিচক, আটমুল, আলিয়ারহাট, ভাইয়েরপুকুর, পিরব, জামুরহাট ও বুড়িগঞ্জহাটসহ আশপাশের প্রায় ২০টি গ্রামে বিশেষ আয়োজন থাকে। জামাই মেলা নামেও পরিচিত এই উৎসবে প্রতিটি পরিবারে আগেই মেয়ে ও জামাইদের আমন্ত্রণ করা হয়।

মেলা চত্বর ঘুরে দেখা যায়, প্রায় ২০০ দোকানের অর্ধেকই মাছের। দেড় কেজি থেকে ২০ কেজি ওজনের বোয়াল, রুই, কাতলা, চিতল, সিলভার ও ব্রিগেড কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে বসেছেন বিক্রেতারা। এবার দেশীয় নদীর মাছ তুলনামূলক কম পাওয়া গেলেও দাম ছিল বেশ চড়া। বড় আকৃতির রুই, কাতলা ও চিতল ৬০০–৭০০ টাকা কেজি দরে বিক্রি হলেও মাঝারি মাছ ৪০০–৫৫০ টাকার মধ্যে পাওয়া গেছে। ব্রিগেড ও সিলভার কার্পের দাম ৫০০–৬০০ টাকার মধ্যে ঘোরাফেরা করছিল।

মেলায় আসা মোস্তাকিম নামে এক ক্রেতা বলেন, নবান্নে শ্বশুরবাড়ি যাওয়ার আগে এখান থেকে মাছ কিনতে হয়। কিন্তু এবার দাম অনেক বেশি, তাই তুলনামূলক কম দামের খুঁজছি।

বিক্রেতা আনারুল ইসলাম জানান, পাইকারি বাজারে দাম বাড়ায় খুচরা বাজারেও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এবার পাঁচ মণ মাছ তুলেছি, আশা করছি লাভ ভালো হবে।

আরেক বিক্রেতা মুঞ্জু মিয়া বলেন, প্রতি বছরই দোকান দেই। কিন্তু এবার ক্রেতা কিছুটা কম মনে হচ্ছে।

উথলী বাজার ব্যবসায়ীরা জানান, সূর্য ওঠা থেকে রাত পর্যন্ত চলবে কেনাবেচা। তার ভাষায়, নবান্ন মূলত সনাতন ধর্মাবলম্বীদের উৎসব হলেও এখন সব ধর্মের মানুষই এতে অংশ নেন। এবার মোট দুই থেকে আড়াই কোটি টাকার ব্যবসা হবে। যার মধ্যে দেড় থেকে দুই কোটি টাকার মাছ বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে মহাস্থান বাজারেও একই উপলক্ষ্যে শত বছরের ধারাবাহিকতায় আরেকটি মাছের মেলা বসেছে। সেখানে ছোট-বড় মিলিয়ে শতাধিক দোকানে বিক্রেতারা পাঁচ থেকে দশ মণ পর্যন্ত মাছ বিক্রি করেছেন। মেলায় মাছ সরবরাহের জন্য শনিবার রাত থেকেই প্রায় ২০টি আড়তে পাইকারি লেনদেন শুরু হয় বলে জানান ব্যবসায়ীরা।

লালসবুজ২৪.কম
ইমেইল: info@lalsobuj24.com