লালসবুজ২৪.কম
বাউল আবুল সরকার যা করেছে তার জন্য মুক্তি নয়, কঠোর শাস্তি চাই: রাশেদ খাঁন

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০১:৫৪ পিএম

ধর্ম অবমাননার দায়ে গ্রেফতারকৃত বাউল আবুল সরকারের কঠোর শাস্তি দাবি করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন। মঙ্গলবার (২৫ নভেম্বর) নিজ বাসা ঝিনাইদহ সদর উপজেলার চর মুরারীদহ গ্রামে এ দাবি করেন তিনি।

রাশেদ খাঁন বলেন, বাউল আবুল সরকারের মুক্তি নয়, কঠোর শাস্তি চাই। এই বাউলের বক্তব্য একটু আগে শুনলাম। সে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে এই ধরনের কটূক্তি করেছে। আপনি শিল্পী, আপনার শিল্পচর্চায় কেউ বাধা দেবে না। কিন্তু আপনি আল্লাহ ও ধর্ম নিয়ে কটূক্তি করতে পারেন না। এমনকি হিন্দু বা অন্য ধর্ম নিয়েও কটূক্তি করার অধিকার কারও নেই।

তিনি আরও বলেন, সবাই স্বাধীনভাবে এই দেশে ধর্মপালনের অধিকার পাবে। কিন্তু ধর্ম নিয়ে কটূক্তির অধিকার কারও নেই। যারা বাউল আবুল সরকারের মুক্তি চাচ্ছেন, তারা আগে তার বক্তব্য শুনুন। সে সমগ্র মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করেছে। আমরা সমাজে শান্তি চাই। ধর্ম নিয়ে বিতর্ক এবং বিভাজন চাই না।

এ সময়, বাংলাদেশের আইন অনুযায়ী তার যথাযোগ্য শাস্তি হলে পরবর্তীতে কেউ আর এমন কটূক্তি করবেনা বলেও উল্লেখ করেন তিনি।

লালসবুজ২৪.কম
ইমেইল: info@lalsobuj24.com