লালসবুজ ডেস্ক
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৪ পিএম
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে রংপুরে আন্দোলনরত সমমনা ইসলামী আট দলের বিভাগীয় সমাবেশ চলছে। রংপুর কালেক্টরেট ঈদগাহ ময়দানে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুর ২টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। অর্থসহ কোরআন তেলাওয়াত করেন মাওলানা ইমাম জাকারিয়া। পরে ইসলামী সংগীত শুরু হয়। এর আগে সমাবেশস্থলে সকাল থেকে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন।
সমাবেশের শুরুতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রংপুর মহানগর সভাপতি নুরুল হুদা, ইসলামী আন্দোলন বাংলাদেশের রংপুর মহানগর সাধারণ সম্পাদক আমিরুজ্জামান পিয়াল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর মহানগর আমির উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খানসহ স্থানীয় পর্যায়ের নেতারা বক্তব্য রাখছেন।
৮ দলের পাঁচ দফা দাবিগুলো হলো- জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন, জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি চালু, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা, জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।
রংপুর বিভাগীয় এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ৮ দলের নেতা ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম। সভাপতিত্ব করবেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।
বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, বাংলাদেশ নেজামে ইসলামের সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম।