লালসবুজ২৪.কম
নারায়ণগঞ্জে নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবে গেছে বাল্কহেড

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:১৬ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লার বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় একটি বাল্কহেড ডুবে গেছে। রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় ফতুল্লা লঞ্চঘাটের কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফতুল্লার পাগলা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জাহাঙ্গীর হোসেন জানান, সকালের দিকে চাঁদপুরগামী বোগদাদিয়া-১৩ নামে একটি লঞ্চ জান্নাতি নামে বালু ভর্তি বাল্কহেডের পিছনের সাইডে ধাক্কা দেয়। এতে লঞ্চটি বাল্কহেডের উপড়ে উঠে যায়। তখন লঞ্চটি পিছনের দিকে চালিয়ে বাল্কহেডের উপর থেকে সরিয়ে নেয়। এরপর বাল্কহেডটি দ্রুত ডুবে যায়। এ সময় বাল্কহেডে থাকা চালক ও শ্রমিকরা লাফিয়ে নদীতে পড়ে সাতার কেটে নদীর তীরে উঠে যায়।

তিনি আরও জানান, লঞ্চটিকে আটক করেছি। আর বাল্কহেডটি পানিতে ডুবে যাওয়ায় এটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। বালুবোঝাই বাল্কহেডটিতে ৫ জন লোক ছিল। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লালসবুজ২৪.কম
ইমেইল: info@lalsobuj24.com