লালসবুজ২৪.কম
সীমান্তের কাছে গোপনে সড়ক নির্মাণ, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ০৩:৫৮ পিএম

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খলিশাকোঠাল সীমান্ত এলাকায় গভীর রাতে সড়ক নির্মাণের উদ্যোগ নেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সীমান্তের একেবারে কাছাকাছি প্রায় এক কিলোমিটারজুড়ে পাকা সড়ক তৈরির প্রস্তুতি চলছিল বলে অভিযোগ উঠেছে। তবে বিষয়টি জানতে পেরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে নির্মাণকাজ বন্ধ হয়ে যায়।

বিজিবির বাধার মুখে বিএসএফ সদস্যরা কাজ স্থগিত করে এবং ধীরে ধীরে নির্মাণসামগ্রী সরিয়ে নিতে শুরু করে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক সীমান্ত পিলার নম্বর ৯৩৪-এর নিকট খলিশাকোঠাল সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন বালারহাট ক্যাম্পের কমান্ডার সুবেদার আবু তাহের নেতৃত্ব দেন। ভারতের পক্ষে উপস্থিত ছিলেন কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানাধীন মেঘ নারায়ণের কুঠি বিএসএফ ক্যাম্পের ইন্সপেক্টর দীপক কুমার।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৪-এর ১ এস থেকে ১১ এস পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে ভারতের অভ্যন্তরে কুর্শাহাট-দিনহাটা সড়কটি অবস্থিত। সড়কটি সীমান্ত থেকে কোথাও ৫০ থেকে ৭০ গজ, আবার কোথাও ১০০ থেকে ১২০ গজ দূরত্বে রয়েছে। সম্প্রতি ওই সড়কের পূর্ব পাশে নতুন করে পাকা সড়ক নির্মাণ শুরু হয়, যা বিএসএফের পাহারায় মূলত রাতের বেলায় পরিচালিত হচ্ছিল।

খলিশাকোঠাল সীমান্ত এলাকার বাসিন্দা মজির রহমান ও নুর আলম লিপু জানান, গত কয়েক দিন ধরে বিএসএফ সদস্যদের পুরোনো সড়কের পাশে নতুন সড়ক তৈরিতে ব্যস্ত থাকতে দেখা গেছে। বিষয়টি নজরে আসার পর বালারহাট ক্যাম্পের বিজিবি সদস্যরা ওই এলাকায় টহল জোরদার করেন।

বালারহাট ক্যাম্প কমান্ডার সুবেদার আবু তাহের জানান, বৃহস্পতিবার দুপুরে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং বর্তমানে বিজিবির টহল দল সীমান্তে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। তিনি বলেন, বিজিবির উপস্থিতি টের পেয়ে বিএসএফ নির্মাণকাজের কিছু সরঞ্জাম সরিয়ে নিচ্ছে।

এ বিষয়ে শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার নরেশ চন্দ্র রায় বলেন, বিএসএফ সড়ক নির্মাণের উদ্দেশ্যে মাটি ভরাট করছিল। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিজিবি ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেয়। তিনি আরও জানান, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল বাড়ানো হয়েছে এবং সড়ক নির্মাণ ইস্যুতে আগামী কয়েক দিনের মধ্যে উভয় বাহিনীর ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পৃথক পতাকা বৈঠকের সম্ভাবনা রয়েছে।

লালসবুজ২৪.কম
ইমেইল: info@lalsobuj24.com