লালসবুজ২৪.কম
স্পিন জাদুতে ৬ উইকেট নিয়ে পিএসএলে শীর্ষে রিশাদ

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১২:৫৭ পিএম

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে টানা দুই ম্যাচে তিন উইকেট করে মোট ছয় উইকেট নিয়েছেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় রয়েছেন তিনি।

সর্বশেষ ম্যাচে করাচি কিংসের বিপক্ষে ২৬ রান খরচায় ৩ উইকেট নিয়ে রিশাদ পেয়েছেন ৩ লাখ রুপির প্রাইজমানি। তার এমন পারফরম্যান্সে দারুণ খুশি লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি। বাংলাদেশি এই স্পিনারকে রশিদ খানের যোগ্য বিকল্প হিসেবেও দেখছেন তিনি।

গত ১৩ এপ্রিল পিএসএলে অভিষেক হয় রিশাদের। এরপরই তিনি দুই ম্যাচে দুর্দান্ত স্পিন ভেলকি দেখিয়ে নিজেকে যেমন চিনিয়েছেন, তেমনি উজ্জ্বল করেছেন বাংলাদেশের নামও। প্রথম ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ৩১ রানে ৩ উইকেট তুলে নেন রিশাদ। আর দ্বিতীয় ম্যাচে করাচি কিংসের বিপক্ষে ২৬ রানে আবারও নেন ৩ উইকেট।

করাচির বিপক্ষে ম্যাচে অষ্টম ওভারে বোলিংয়ে আসেন রিশাদ। প্রথম বলেই ফেরান শান মাসুদকে। ওভারের পঞ্চম বলে আউট করেন ইরফান খানকে। প্রথম ওভারে মাত্র ১ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। পরের ওভারে ৩ রান দিয়ে শিকার করেন আব্বাস আফ্রিদিকে। যদিও নিজের শেষ ওভারে আরও একটি উইকেটের সুযোগ এসেছিল, কিন্তু খুশদিল শাহের ক্যাচটি সিকান্দার রাজা ধরলেও তা বাউন্ডারি লাইন স্পর্শ করে ফেলায় উইকেট মিস হয়।

রিশাদের বোলিংয়ে মুগ্ধ শাহীন শাহ আফ্রিদি বললেন, আইপিএলের কারণে এবার রশিদ খানকে আমরা পাইনি। তবে রিশাদ সেই ঘাটতি বুঝতেই দিচ্ছে না। সে বাংলাদেশের হয়ে ভালো বোলিং করে, আর এখন আমাদের দলের জন্যও অনেক সহায়ক হয়ে উঠেছে। মিডল ওভারে নিয়মিত উইকেট এনে দিচ্ছে সে।

উল্লেখ্য, রিশাদের দল লাহোর কালান্দার্সের পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে একটি লম্বা বিরতির পর, আগামী ২২ এপ্রিল।

লালসবুজ২৪.কম
ইমেইল: info@lalsobuj24.com