লালসবুজ২৪.কম
রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাঁচাল ভারত

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ০৫:৩৫ পিএম

ক্রিকেটপ্রেমীরা যেমনটা ভেবেছিলেন, ওভাল টেস্টের পঞ্চম দিনে ঘটলোও ঠিক তেমনটাই। শেষ দিনে ইংল্যান্ডের জয়ের জন্য দরকার ছিল মাত্র ৩৫ রান, অন্যদিকে ভারতের দরকার ছিল ৪ উইকেট। শেষ পর্যন্ত মোহাম্মদ সিরাজের আগুনে বোলিংয়ে ভারতের কাছে হার মানতে হলো ইংল্যান্ডকে। এই জয়ে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির পাঁচ ম্যাচের সিরিজ ২-২ এ সমতায় শেষ করল সফরকারীরা।

সোমবার (৪ আগস্ট) দিনের প্রথম দুই বলে টানা বাউন্ডারি হাঁকিয়ে শেষ দিনের রোমাঞ্চে যেন পানি ঢেলেছিলেন লোয়ার অর্ডার ব্যাটার জেমি ওভারটন। তবে পরের ওভারেই জেমি স্মিথকে ফিরিয়ে ভারতকে ম্যাচে ফেরান সিরিজজুড়ে দুর্দান্ত ছন্দে থাকা মোহাম্মদ সিরাজ। পরের ১০ রান তুলতে আরও দুই উইকেট হারায় ইংল্যান্ড। ফলে সমীকরণ দাঁড়ায় শেষ উইকেটে ১৭ রানে।

তখন ভাঙা কাঁধ নিয়ে শেষ ব্যাটার হিসেবে মাঠে আসেন ক্রিস ওকস। এই টেস্টের প্রথম দিন বাউন্ডারি বাঁচাতে গিয়ে কাঁধে চোট পান ক্রিস ওকস। তাকে আগলে রেখে এক প্রান্তে রান তোলার চেষ্টা করেন গাস আটকিনসন। তবে জয় থেকে মাত্র ৭ রান দূরে থাকতে আটকিনসনকে বোল্ড করেন সিরাজ। তাতে ৬ রানের জয় পায় ভারত।

এর আগে সিরিজ নির্ধারণী অলিখিত ফাইনালে নিজেদের প্রথম ইনিংসে খেলতে নেমে ২২৪ রান করেছিল ভারত। এরপর ইংল্যান্ড অলআউট হয়েছিল ২৪৭ রানে। ২৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ৩৯৬ রান করে ভারত। এরপর ৩৭৪ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৩৬৭ রানের বেশি করতে পারেনি ইংল্যান্ড।

বিস্তারিত আসছে..............

লালসবুজ২৪.কম
ইমেইল: info@lalsobuj24.com