লালসবুজ২৪.কম
১৩ বছর পর বাংলাদেশ-নেদারল্যান্ডস দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ শুরু আজ

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ০৪:৫৬ পিএম

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সফরকারী নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। আজ শনিবার (৩০ আগস্ট) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। দীর্ঘ ১৩ বছর পর এটিই হবে দু’দলের সংক্ষিপ্ত ফরম্যাটের কোনো সিরিজ।

আগের ৫ বারের দেখায় ৪ বারই জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা। ২০১২ সালে অনুষ্ঠেয় সিরিজের শেষ ম্যাচে একমাত্র জয় পেয়েছিল ডাচরা। এরপর আইসিসির বৈশ্বিক আসর (টি-টোয়েন্টি বিশ্বকাপ) ছাড়া মুখোমুখি হয়নি দু’দল। সবশেষ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ জিতেছিল ২৫ রানে।

সাম্প্রতিক সময়ে টি–টোয়েন্টিতে দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর তারা বেশ আত্মবিশ্বাসী।

মূলত, এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে সিরিজটিকে গুরুত্ব দিচ্ছে স্বাগতিকরা। সিরিজটি এফিটিপির বাইরে গিয়ে আয়োজনই করা হয়েছে মহাদেশীয় প্রতিযোগিতার প্রস্তুতির জন্য। অপরদিকে, নেদারল্যান্ডস সিরিজটিকে দেখছে ২০২৬ বিশ্বকাপের অভিজ্ঞতা সঞ্চয়ের সুযোগ হিসেবে। আগামী বছর ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

বাংলাদেশ স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি, শামিম হোসেন, নুরুল হাসান, মাহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও সাইফুদ্দিন।

নেদারল্যান্ডস স্কোয়াড: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), নোয়াহ ক্রোয়েস, ম্যাক্স ও’দাউদ, বিক্রমজিত সিং, তেজা নিদামানুরু, সিকান্দার জুলফিকার, সেডরিক ডি ল্যাং, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ফন মেকেরেন, শারিজ আহমেদ, বেন ফ্লেচার, ড্যানিয়েল ডোরাম, সেবাস্টিয়ান ব্র্যাট ও টিম প্রিঙ্গেল।

একই ভেন্যু ও সময়ে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১ ও ৩ সেপ্টেম্বর।

লালসবুজ২৪.কম
ইমেইল: info@lalsobuj24.com