লালসবুজ২৪.কম
ফুটবল উন্মাদনার আরও একদিন, রাতে হংকংয়ের মুখোমুখি বাংলাদেশ

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ০৪:১২ পিএম

আজ ঘরের মাঠে বাংলাদেশের ম্যাচ। প্রতিপক্ষ হংকং। হামজা চৌধুরী এবারও আগ্রহ আর আকর্ষণের কেন্দ্রে। এই দলটাকে মান ও অভিজ্ঞতায় সেরা বলেছেন হেড কোচ হাভিয়ের কাবরেরা। তবে সেরার প্রমাণ দিতে হবে মাঠের পারফরম্যান্সে। শক্তিতে এগিয়ে থাকলেও, স্বাগতিক বলে বাংলাদেশকে সমীহ হংকং কোচের। জাতীয় স্টেডিয়ামে রাত ৮টায় শুরু হবে খেলা।

এশিয়ান কাপ বাছাইয়ে টিকে থাকার মিশন। হামজা, সমিত, জামালসহ ২৮ জনের দলে প্রবাসী আর বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ৭। তাদের ঘিরে উন্মাদনাও বাড়তি। ক্যাম্প শুরুর দিন থেকে দেশের মানুষকে জয়ের স্বপ্ন দেখিয়েছেন ফুটবলাররা। এবার তা পূরণের পরীক্ষা।

দলের সাথে প্রথম আর শেষ সেশন সমিত সোমের। বাছাইয়ে আগের দুই ম্যাচে শুধু এক গোল বাংলাদেশের। পূর্ণ পয়েন্টের মিশনে গোল করার দায়িত্ব আক্রমণভাগের।

বাংলাদেশের হেড কোচ হাভিয়ের কাবরেরা বলেন, গুরুত্বপূর্ণ ম্যাচ, কঠিন পরীক্ষা। মান ও অভিজ্ঞতায় বর্তমান দলটা সেরা। তবে মাঠের পারফরম্যান্সেই দলকে সেরার প্রমাণ দিতে হবে।

স্বাগতিকদের বড় দুশ্চিন্তা ইনজুরি। ত্রিশ জনের দল থেকে ইব্রাহিম-সুমন আগেই বাদ পড়েছেন। তপু, আল আমিন, তারিক কাজীদের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা ছাড়া উপায় নেই হেড কোচের।

বাংলাদেশের হেড কোচ হাভিয়ের কাবরেরা বলেন, ইনজুরিতে সুমন রেজাকে পাচ্ছি না, সে থাকলে ভালো হতো। আল আমিন ভুগছে, শেষ সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। বাকিরা রিকভার করছে।

ঢাকা এসে দুদিন অনুশীলনের পর ম্যাচে নামবে হংকং। শেষ সেশনটা ম্যাচ ভেন্যুতে। হামজাকে দলে পেলে ডাগ আউটে বসিয়ে রাখতেন হংকং কোচ। মজা করে নাকি প্রতিপক্ষকে চাপে রাখার কৌশল ইংলিশ কোচের?

দু দলের চার দেখায় জেতা হয়নি বাংলাদেশের। দুই ড্র, দুই হার। তবু ম্যাচকে কঠিন হিসাব করে ছক কষছেন অ্যাশলে ওয়েস্টউড।

হংকংয়ের হেড কোচ অ্যাশলে ওয়েস্টউড বলেন, হোম ম্যাচে বাংলাদেশের অ্যাডভান্টেজ থাকবে। মাঠ, দর্শকের বড় সমর্থন পাবে। তবে আমি আমার দল নিয়ে আত্মবিশ্বাসী। প্রতিপক্ষ হংকংয়ের সঙ্গে বাংলাদেশের র‍্যাংকিং পার্থক্য ৩৮।

লালসবুজ২৪.কম
ইমেইল: info@lalsobuj24.com