লালসবুজ ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ০২:৫৪ পিএম
২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে এখন পর্যন্ত ২০টি দল। আফ্রিকা মহাদেশ থেকে এই তালিকায় সর্বশেষ যোগ দিয়েছে রিয়াদ মাহরেজের আলজেরিয়া এবং মোহামেদ সালাহর নেতৃত্বাধীন মিসর।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সোমালিয়ার বিপক্ষে ৩-০ গোলের বড় জয় নিশ্চিত করে আলজেরিয়া দক্ষিণ আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বে ‘জি’ গ্রুপের শীর্ষস্থান দখল করে বিশ্বকাপের টিকিট পায়। এই জয়ের মধ্য দিয়ে ১২ বছর পর ফুটবলের সবচেয়ে বড় আসরে ফিরছে দেশটি। আলজেরিয়া সর্বশেষ ২০১৪ বিশ্বকাপে অংশ নিয়েছিল। এর আগে তারা ১৯৮২, ১৯৮৬ এবং ২০১০ বিশ্বকাপেও খেলেছিল।
অন্যদিকে, বুধবার (৮ অক্টোবর) কাসাব্লাংকায় জিবুতিকে ৩-০ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে মিসর। ফারাওদের অধিনায়ক মোহামেদ সালাহ এই ম্যাচে করেন জোড়া গোল। ৯ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে মিসর আফ্রিকার প্রথম দল হিসেবে মূলপর্ব নিশ্চিত করে। ১৯৩৪ সালে প্রথম বিশ্বকাপে খেলা মিসর এর আগে অংশ নিয়েছিল ১৯৯০ ও ২০১৮ সালে। বাছাইপর্বে মিসরের করা ১৯ গোলের মধ্যে একাই ৯টি করেছেন সালাহ।
আগামী বিশ্বকাপ হবে রেকর্ড ৪৮ দলের টুর্নামেন্ট। আয়োজক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা স্বাগতিক হিসেবে স্বয়ংক্রিয়ভাবে মূলপর্বে রয়েছে। বাকি ৪৩ দল বাছাইপর্ব থেকে আসবে এবং ছয় দলের ইন্টারকন্টিনেন্টাল প্লে-অফ থেকে উঠবে আরও দুটি দল। এখন পর্যন্ত আফ্রিকা মহাদেশ থেকে মোট চারটি দেশ (মরক্কো, তিউনিসিয়া, মিসর ও আলজেরিয়া) নিশ্চিত করেছে ২০২৬ বিশ্বকাপের টিকিট।
বর্তমানে যে ২০টি দল বিশ্বকাপ নিশ্চিত করেছে, তার মধ্যে স্বাগতিক দেশগুলো (যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা) ছাড়াও রয়েছে-
কনমেবল (দক্ষিণ আমেরিকা)- আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, উরুগুয়ে। এএফসি (এশিয়া)- অস্ট্রেলিয়া, ইরান, জাপান, জর্ডান, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান
ওএফসি (ওশেনিয়া)- নিউজিল্যান্ড
আফ্রিকা- মরক্কো, তিউনিসিয়া, মিসর ও আলজেরিয়া।
উল্লেখ্য, উয়েফা (ইউরোপ) অঞ্চলের বাছাইপর্ব চলমান, সেখান থেকে সরাসরি উঠবে ১৬টি দল। আগামী ৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপের মূলপর্বের ড্র।