লালসবুজ২৪.কম
আরও ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ০১:০৬ পিএম

মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাতের প্রবণতা কমে ৩৪ ডিগ্রির ঘরে বিরাজ করছে তাপমাত্রা। তবে ইতোমধ্যে রংপুর ও রাজশাহী বিভাগ থেকে বিদায় নিয়েছে দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু। এই অবস্থায় আগামী ৫ দিন দেশের ৩ বিভাগে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। পাশাপাশি এর বর্ধিতাংশ দক্ষিণ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু রংপুর ও রাজশাহী বিভাগ থেকে বিদায় নিয়েছে। আগামী বুধবারের (১৫ অক্টোবর) মধ্যে দেশের অবশিষ্টাংশ থেকে তা বিদায় নিতে পারে।

এই অবস্থায় মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার (১৪-১৬ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে এই তিন দিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। অন্যদিকে আগামী শনিবার (১৮ অক্টোবর) একই সময় পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আর এ দু’দিন সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

সোমবার সকালে রাজশাহীতে দেশের সর্বনিম্ন ২২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় চাঁদপুরে ২ মিলিমিটারসহ চট্টগ্রামের আমবাগানে সামান্য বৃষ্টি হয়েছে। এছাড়া দেশের অন্যত্র কোথাও বৃষ্টিপাত হয়নি। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

লালসবুজ২৪.কম
ইমেইল: info@lalsobuj24.com