লালসবুজ২৪.কম
গাজার হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েল

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ০১:৫৮ পিএম

গাজার হাসপাতালে ইসরায়েল হামলা চালিয়েছে বলে জানিয়েছে হামাস। আল আহলি ব্যাপটিস্ট হাসপাতালে বোমা বর্ষণ করেছে ইসরায়েল। এতে হাসপাতালটির নিবিড় পরিচর্যা ও সার্জারি বিভাগ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যায়, ক্ষেপণাস্ত্র হামলার পর হাসপাতালের দুইতলা ভবন থেকে আগুন ও ধোঁয়া উঠছে। হাসপাতালের শয্যাশায়ী রোগীসহ অনেকেই আতঙ্কে দৌড়ে পালাচ্ছেন।

স্থানীয় বরাত দিয়ে বিবিসি জানায়, এই হামলায় হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট এবং সার্জারি বিভাগ সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। গাজা শহরের প্রধান এই চিকিৎসা কেন্দ্রটিতে এখন চরম আতঙ্ক বিরাজ করছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলার পর রোগী ও চিকিৎসকদের জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয়েছে।

এই ঘটনায় ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত আরও তীব্র হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। মানবাধিকার সংগঠনগুলো হামলার নিন্দা জানিয়ে তদন্তের দাবি করেছে।

এই হামলায় গাজা অঞ্চলের চিকিৎসা ব্যবস্থা আরও ভঙ্গুর হয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন, ইতিমধ্যেই যুদ্ধবিধ্বস্ত গাজায় চিকিৎসা সামগ্রীর সঙ্কট দেখা দিয়েছে।

লালসবুজ২৪.কম
ইমেইল: info@lalsobuj24.com