লালসবুজ২৪.কম
ভারতই যুদ্ধবিরতির আগ্রহ দেখিয়েছে বলে দাবি পাকিস্তানের সামরিক বাহিনীর

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২৫, ০২:৩১ পিএম

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ দাবি করেছেন যে, পাকিস্তানের পক্ষ থেকে ভারতকে যুদ্ধবিরতির জন্য অনুরোধ জানানো হয়নি, উল্টো ভারতই যুদ্ধবিরতির বিষয়ে আগ্রহ দেখিয়েছে।

স্থানীয় সময় রোববার (১২ মে) রাতে এক সংবাদ সম্মেলনে আইএসপিআর মুখপাত্র এই দাবি করেন। পাকিস্তান সামরিক বাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, তারা যুদ্ধবিরতির প্রতিশ্রুতি কঠোরভাবে মেনে চলছে।

জেনারেল আহমেদ শরীফ বলেন, ‘আমরা নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতির প্রতিশ্রুতি কঠোরভাবে মেনে চলছি। তবে যদি বিরোধী পক্ষ এটি (যুদ্ধবিরতি) লঙ্ঘন করে, তাহলে আমরাও যথাযথভাবে সেটার জবাব দেবো।’

একজন ভারতীয় পাইলট পাকিস্তানের হেফাজতে রয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে খবর ছড়িয়ে পড়েছে, সেটি সত্য নয় বলে নিশ্চিত করেছে পাকিস্তান আইএসপিআর। ব্রিফিংয়ে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ বলেছেন, আমি স্পষ্ট করে বলতে চাই যে ভারতীয় কোনও পাইলট পাকিস্তানের হেফাজতে নেই।

এদিকে, যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মিনিট খানেকের মধ্যেই ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলো ‘পাকিস্তান আত্মসমর্পণ করেছে’ শিরোনামে ব্রেকিং নিউজ দেয়। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দাবি করেন, পাকিস্তানি সন্ত্রাসীদের বিরুদ্ধে এই সামরিক অভিযান ‘স্পষ্ট বার্তা’ দিয়েছে এবং বিজয় হয়েছে।

অন্যদিকে, ইসলামাবাদের রাস্তায় জনতা প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের বক্তব্যে উত্তেজিত, যিনি পাকিস্তান সেনাবাহিনীর ‘অবিস্মরণীয় সাফল্যকে ‘সামরিক ইতিহাস’ বলে আখ্যায়িত করেন। তার দাবি, ‘মাত্র কয়েক ঘণ্টায় আমাদের যুদ্ধবিমানগুলো ভারতের অস্ত্রকে স্তব্ধ করে দিয়েছে।’

তবে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন সংঘাত প্রশমনে জোরালো ভূমিকা রাখলেও এই সংকটের স্থায়ী সমাধান নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। বিশ্লেষকরা সতর্ক করে দিয়েছেন, কাশ্মীর ইস্যুতে কোনো সমাধান না এলে ভবিষ্যতে আরও বড় সংঘাত অসম্ভব নয়।

লালসবুজ২৪.কম
ইমেইল: info@lalsobuj24.com