লালসবুজ ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০২৫, ০৫:২৫ পিএম
তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়্যেপ এরদোগান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলাচনার নতুন ধাপ শুরু হওয়ার আগেই ইরানে হামলা চালায় ইসরায়েল। এর মধ্যে দিয়ে দুই দেশের মধ্যে আলোচনার বিষয়টি ভণ্ডুল করে দিয়েছে তেল আবিব। খবর বিবিসি
ইস্তাম্বুলে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে এক কূটনৈতিক সম্মেলনে এরদোগান বলেন, ইসরায়েল ইরানে হামলা চালিয়ে অপরাধ করেছে। একই সঙ্গে দেশটি মধ্যপ্রাচ্যে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে।
এরদোগান বলেন, নেতানিয়াহু সরকার এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা। তিনি আরও বলেন, গত ১৩ জুন হামলার মধ্য দিয়ে নেতানিয়াহু সরকার প্রকৃত পক্ষে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান মুসলিম বিশ্বের পররাষ্ট্রমন্ত্রীদের বলেন, ইরানে হামলার মধ্য দিয়ে ইসরায়েল এ অঞ্চলকে পুরোপুরি ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। এজন্য তিনি বিশ্ব শক্তিকে এ সংঘাত বন্ধে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।
ইস্তাম্বুলে ওই বৈঠকের আয়োজন করে ইসলামিক সহযোগি সংস্থা (ওআইসি)। এই বৈঠকে ফিদান মুসলিম বিশ্বকে ইসরায়েলের হামলার বিরুদ্ধে ইরানের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
তিনি বলেন, ইসরায়েলের হামলার কারণে গাজা, লেবানন, সিরিয়া, ইয়েমেনের পর এবার ইরানও সমস্যার সম্মুখীন হয়েছে।