লালসবুজ২৪.কম
ফ্রান্সে নিউক্লিয়ার প্লান্টে জেলিফিশের ঝাঁক, বন্ধ পারমাণবিক কার্যক্রম

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ০১:৫৩ পিএম

ফ্রান্সে নিউক্লিয়ার পাওয়ার প্লান্টের কুলিং সিস্টেমের মধ্যে জেলিফিশের ঝাঁক ঢুকে পড়ে বন্ধ হয়ে গেছে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম।

সোমবার (১১ আগস্ট) ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স -এর এর প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য। ফ্রান্সের উত্তরাঞ্চলীয় অন্যতম বৃহৎ পরমাণু বিদ্যুৎকেন্দ্র গাভলিন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট -এ হয় এ ঘটনা। কার্যক্রম বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে দেশটির বিদ্যুৎ উৎপাদন। আর এতে ব্যাপক আর্থিক ক্ষতির শঙ্কাও করা হচ্ছে।

কর্তৃপক্ষ জানায়, শত শত জেলি ফিশ ঢুকে পড়ায় সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় প্ল্যান্টের সকল কার্যক্রম। তবে বন্ধ হওয়া ৪টি রিঅ্যাক্টর পুনরায় চালু হবে এই সপ্তাহের মধ্যেই। যদিও এর আগেও জেলিফিশ কারণে অনেক দেশে ব্যাহত হয়েছে পরমাণু কেন্দ্রের কার্যক্রম। তবে ফ্রান্সে এমন ঘটনা আগে ঘটেনি।

বিশ্লেষকদের মতে, সাধারণত বছরের এই সময়ে সমুদ্রের এ অঞ্চলে প্রবেশ করে না জেলিফিশ। এই অস্বাভাবিক জেলিফিশ উপস্থিতির জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন বিজ্ঞানীরা। উষ্ণ পানিতে জেলিফিশ দ্রুত বংশবৃদ্ধি করে। ফলে তারা শীতল অঞ্চল থেকে উষ্ণ উপকূলে সরে আসছে। শুধু ফ্রান্সই নয়, জেলিফিশের উপস্থিতি বিশ্বের বিভিন্ন দেশে বিদ্যুৎকেন্দ্র ও বন্দর ব্যবস্থাপনায়ও বিঘ্ন সৃষ্টি করছে।

উল্লেখ্য, উত্তর ফ্রান্সের উপকূলে অবস্থিত এই কেন্দ্রটি ছয়টি ইউনিটে মোট ৫.৪ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম। যার মাধ্যমে অন্তত ৫০ লাখ পরিবারে বিদ্যুৎ সরবরাহ করা হতো। বিদ্যুৎকেন্দ্রটি পরিচালনা করে ফ্রান্সের সরকারি জ্বালানি সংস্থা ইডিএফ।

লালসবুজ২৪.কম
ইমেইল: info@lalsobuj24.com