লালসবুজ২৪.কম
তেজাস যুদ্ধবিমানের দুর্ঘটনা: নিহত ভারতীয় পাইলট নমান্শ সিয়াল

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ০৪:২১ পিএম

সংযুক্ত আরব আমিরাতে চলমান দুবাই এয়ার শো’তে ‘হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড’ (হ্যাল)-এর তৈরি 'তেজাস' যুদ্ধবিমানটি বিশ্ববাসীর সামনে প্রদর্শন করার জন্য ভারত উদগ্রীব ছিল। কিন্তু বড় আশা ও উত্তেজনার মাঝেই কয়েক মিনিটের মধ্যে বিমানটি দর্শকদের সামনে বিধ্বস্ত হয়ে যায়।

মর্মান্তিক এই দুর্ঘটনা যুদ্ধবিমানের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি অভিজ্ঞ পাইলটের মৃত্যু নিয়ে তদন্তের দাবি তুলেছে।

৩৪ বছর বয়সী উইং কমান্ডার নমান্শ সিয়াল হিমাচল প্রদেশের কাংগ্রা জেলার পাতিয়ালকার গ্রামের বাসিন্দা। তিনি সাইনিক স্কুল, সুজানপুর থেকে শিক্ষাজীবন শুরু করেছিলেন। ২০০৯ সালের ২৪ ডিসেম্বর, ভারতীয় বিমান বাহিনী (আইএএফ)-এ যোগদান করেন সিয়াল। স্ত্রী, ছয় বছর বয়সী কন্যা এবং বাবা-মাকে রেখে হঠাৎ আমাদের মাঝে নেই।

এক আত্মীয় জানিয়েছেন, দুর্ঘটনার সময় তার বাবা তামিলনাড়ুর সুলুর এয়ারফোর্স স্টেশনে ছিলেন, আর স্ত্রী কলকাতায় পেশাগত কাজে ব্যস্ত ছিলেন। শিয়ালের বাবা জগন্নাথ সিয়াল আগে ভারতীয় সেনাবাহিনীর মেডিকেল সেকশনে কাজ করতেন এবং অবসরের পর স্কুল প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

মর্মান্তিক এই দুর্ঘটনার পর হিমাচল প্রদেশ শোকস্তব্ধ হয়ে পড়েছে। মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুকু সিয়ালকে 'সাহসী ও কর্তব্যপরায়ণ পাইলট' হিসেবে স্মরণ করেছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী জাইরম ঠাকুর এই দুর্ঘটনাকে 'চরম দুঃখজনক' হিসেবে বর্ণনা করেছেন।

উল্লেখ্য, তৈরির পর থেকেই নিজেদের এই ফাইটার জেট নিয়ে গর্বের সীমা ছিলো না দেশটির। মিগ-২১'কে অবসরে পাঠিয়ে এটি নিজেদের সমরভাণ্ডারে যুক্ত করেছে নয়াদিল্লি। বিশ্ব দরবারে উপস্থাপনের জন্য চালাচ্ছে নানা প্রচারণাও। তবে শুক্রবার (২১ নভেম্বর) দুবাইয়ে এয়ার শো চলাকালে হঠাতই বিধ্বস্ত হয় আধুনিক ফিচারের যুদ্ধযানটি। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উপহাসের পাত্র হয়েছে ভারত। শুধু তাই নয়, বিগ বাজেটের এই যুদ্ধবিমান বিক্রি করে যুক্তরাষ্ট্র, চীন, সুইডেনের মতো দেশের সাথে যুদ্ধবিমান খাতে টক্কর দেয়ার দ্বারপ্রান্তে ছিল দেশটি। তবে, এক দুর্ঘটনা পাল্টে দিয়েছে সব সমীকরণ। আন্তর্জাতিক প্রদর্শনীতে বিধ্বস্ত হওয়ায় তেজাসের আন্তর্জাতিক বাজারজাতকরণ পড়েছে হুমকির মুখে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, 'তেজাস' যুদ্ধবিমানটি আচমকাই নিয়ন্ত্রণ হারায় এবং মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে একটি বিস্ফোরণ ঘটে। বিমানটিতে আগুন ধরে যায় এবং কালো ধোঁয়ার স্তম্ভ চারপাশে ছড়িয়ে পড়ে।

আইএএফ এক বিবৃতিতে জানিয়েছে:

'দুবাই এয়ার শো’তে প্রদর্শনীর সময় একটি আইএএফ 'তেজস' যুদ্ধবিমান দুর্ঘটনার শিকার হয়েছে। আইএএফ প্রাণহানির জন্য গভীর শোক প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে রয়েছে।'

দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণের জন্য আইএএফ ইতিমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করেছে। গুঞ্জন রয়েছে, যুদ্ধ বিমানটি উড্ডয়নের সময় ইঞ্জিন থেকে তেল লিক হচ্ছিলো। তবে, অফিসিয়ালি এখন পর্যন্ত দুর্ঘটনার প্রতিবেদন জমা দেয়নি আইএএফ।

লালসবুজ২৪.কম
ইমেইল: info@lalsobuj24.com