কাশ্মির
কাশ্মির ইস্যু ও ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে যা বললেন ট্রাম্প
কাশ্মিরের পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় ২৬ জনের প্রাণহানির ঘটনায় পাল্টাপাল্টি পদক্ষেপে তীব্র উত্তেজনা চলছে দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে। কূটনীতিকদের বহিষ্কার, ভিসা বাতিল, পানি চুক্তি বাতিল, আকাশসীমা বন্ধসহ নানা পদক্ষেপের পর সীমান্তযুদ্ধের দ্বারপ্রান্তে দেশ দুটি। এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, তারা (ভারত ও পাকিস্তান) নিজেরাই এটির সমাধান করে নেবে।
কাশ্মিরে হামলাকারীদের এমন পরিণতি হবে যা তারা কল্পনাও করে না : মোদি
ভারতের কাশ্মিরে সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়ে এবার পুরো বিশ্ববাসীর প্রতি বার্তা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলেন, বিশ্বকে জানিয়ে দিতে চাই, সন্ত্রাসীরা যেই হোক না কেন ভারত তাদের খুঁজে বের করবেই। শুধু তাই নয়, তাদের শাস্তিও নিশ্চিত করবে। এরজন্য যা যা করা দরকার, ভারত তাই করবে। খবর হিন্দুস্তান টাইমস’র।
কাশ্মিরের ঘটনায় পাকিস্তানে নিরাপত্তা বৈঠক, সম্পর্কে চরম উত্তেজনা
ভারত-শাসিত কাশ্মিরে বন্দুকধারীদের হামলার পর জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) জরুরি বৈঠক ডেকেছে পাকিস্তান। মূলত ভারতের কূটনৈতিক প্রতিক্রিয়ার জবাব দিতেই পাকিস্তানি কর্তৃপক্ষ এই বৈঠক ডেকেছে।